![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিসরে বিধ্বস্ত রাশিয়ান বিমান যার ফলে ২১৪ জন মানুষের জীবন গেছে। নিঃসন্দেহে গোটা বিশ্ববাসী এতে কষ্ট পেয়েছে। মানুষের মন কষ্টপ্রবণ আর মন্দেও খুশি থাকে শয়তান।
যাহোক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই রাশিয়ান বিমান আইএস’ই ভূপাতিত করেছে। মিসর অস্বীকার করলেও আমি বলবো আইএস এর দাবিই সত্য এর যৌক্তিক কারণ আইএস যে সুন্দর সুন্দর গাড়ি আর অস্ত্র পায় এসব মার্কিন মুলুকের তাতে কোনো সন্দেহ নেই!...
আইএস তালেবান তথা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ না থাকলে বিশ্বমোড়ল অস্ত্র বিকাবে কোথায়?...পৃথিবীতে অশান্তিই যদি না থাকে তাহলে কি আর মোড়লের ‘কদর থাকে’। সেই মোড়লের প্রতিনিধি হিসেবে আইএস’ই ওই বিমান নামিয়েছে একথা একশ’ ভাগ সত্য...
আর আইএস কে এই ক্রেডিট দিয়েই গোটা মুসলিম বিশ্বের ঘোষণা দেয়া উচিত- আইএস এর সাথে এ কারণেই ইসলামের কোন সম্পর্ক নেই...কোন মুসলিম অপরাধের ক্রেডিট চাইতে পারে না!
ইসলামের শিক্ষা হলো- ফিলিস্তিনে যদি ইসরাইয়েল মুসলমান মেরে শেষ করে...তবুও তার পাশের কোন মুসলিম দেশ তার দেশের ইসরাইলিদের একটা টোকাও দেবে না...বরং নিরাপত্তা দেবে...
এই মুহূর্তে মার্কিন মুলুকের মত আইএস এরও মাথা ব্যথার কারণ ‘রাশিয়া’। কারণ রাশিয়া সত্যিই আইএস নির্মূল করছে আর আমেরিকা নাটক করে এদেশ সেদেশে নির্মূল নির্মূল খেলার রাস্তা খুঁজছে...তাই রাশিয়ার ক্ষতি কে করতে পারে তা সহজেই অনুমেয়!
আর বাংলাদেশে নাকি আইএস নাই...এমন ফালতু কথা কে বলেছে...পৃথিবীর যত দেশে আমেরিকা আছে তত দেশেই আইএস আছে...জঙ্গিবাদীরা আছে!
আর একটা সুপার পাওয়ার পাশে থাকায় এরা ইস্যু তৈরিতে ওস্তাদ...বাংলাদেশে এখন ‘নিরশ্বেরবাদীদের’ খুন করে ‘ঈশ্বরবাদীদের’ কে বিপদে ফেলছে তাও কিছুটা ভাবলেই বেরিয়ে আসবে...
খাঁটি ঈমানদার মাত্রই স্বীকার করবেন- এসব কোনো মুসলিমের কাজ হতে পারে না...মানুষকে স্বজনহারা করা কি মুসলমানের কাজ? আল্লাহতে অবিশ্বাস করলে তাঁর কিছুই আসে যায় না? যারা ভাবে ইসলামের ক্ষতি হয় তারা বোকার স্বর্গেই থাকবে...স্বর্গ মিলবে না কভু!
তবে এই কথিত ‘নাস্তিক বিরোধীরা’ ইসলামের শতবর্ষী ক্ষতি করছে...সম্ভবত হাজ্জাজ বিন ইউসুফের মত...
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন...
২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:০১
গুরুর শিষ্য বলেছেন: দুঃখিত, রাশিয়ান বিমানের স্থলে মার্কিন বিমান লিখেছিলাম...
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
সজিব হাওলাদার বলেছেন: কথা সত্য,কিন্তু নীতি আর বিবেকের কথা কে শোনে?