![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে দুধে ধোয়া তুলসি পাতা দাবি না করেই বলছি- যেসব বন্ধুদের তুমুল প্রেম ছিল যদিও তা ভেঙ্গে গেছে...তাদের তৎকালীন ফোনালাপ শুনলে আর কোন সুড়সুড়ি মার্কা সাহিত্য না পড়লেও চলতো...গভীর রাতে মাঝে মাঝে দু’একজনের ফোনালাপ ঘুমের ভান করেও শুনেছি!!! তারা এখন জানতে পারলে নির্ঘাতে পেটাবে...
তখনও ব্যাচেলর ছাত্র জীবন এখন ব্যচেলর কর্ম জীবন...তবে এখন শুনছি বিবাহ পরবর্তীদের ফোনালাপ...পূর্বের সেই রসকষ নেই...খালি আলাপ...আর আলাপ ফুরিয়ে গেলে...পাশের জনকে দিয়ে আলাপ- ‘জানো আমার পাশের জনের বয়স আমারে থেকেও বেশি তবুও সে বিয়ে করে না’
হায়রে টপিক বিয়ের আগে যে সম্পর্কটাই টেকেই না সেই সম্পর্কে রস আর বিয়ের পরের বাস্তব সম্পর্কটা নিরস...যদিও স্বামী-স্ত্রীর কিছু গোপন কথা আছে যেগুলো নিতান্তই নিজেরা করে নেয়া ভালো...সেগুলো পাশেরজন না শোনাই ভালো...তা তারা শোনানও না...তবে প্রেমিক-প্রেমিকারা বোধকরি অন্যকে শুনিয়ে/দেখিয়ে তৃপ্তি পায়...
বড়ভাইসহ সেদিন বিব্রতকর অবস্থায় পড়লাম- রিকশায় পর্দাসমেত পরস্পরকে আলিঙ্গন আর চুম্বনরত তরুণ-তরুণীরা হঠাৎ সামনে পড়াতেই সেই বিব্রতকর অবস্থা...নিজের উপলব্ধি থেকে বড়ভাইকে বললাম- ভাই এদের একসাথে থাকার ব্যবস্থা করে দেন...রাতটা হয়তো ফুর্তি করবে সকালে উঠেই লাগবে মারামারি- নাস্তা বানাবে কে?
বড়ভাই হাসলো এবং স্বীকার করলো- আমিও কিছুটা বাঁচলাম; তাদের লজ্জা নেইতো কি! আমিতো ভাইয়ের সামনে লজ্জায় পড়েছিলাম...তবে বিবাহিতদের সম্পর্ক আরো মধুময় হোক...প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কে আসুক পবিত্রতা...
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ বুঝে নিয়েছেন...
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
প্রামানিক বলেছেন: নিজেকে দুধে ধোয়া তুলসি পাতা দাবি না করেই বলছি-
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
গুরুর শিষ্য বলেছেন: ঠিকইতো ভাই...
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮
আরণ্যক রাখাল বলেছেন: প্রেম করে বিয়ে করতে হবে কেন? প্রেম করব| যতদিন ভাল লাগে করব| না লাগলে অন্য রাস্তায় যাব| বিয়ে ব্যাপারটা খেলো
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
গুরুর শিষ্য বলেছেন: ঠিকই কইছেন...
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
সায়ানাইড সাকিব বলেছেন: পবিত্রতা!
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
গুরুর শিষ্য বলেছেন: এটার জন্য সামাজিক পারিবারিক উদ্যোগ প্রয়োজন...শরীরের সব খেলার বয়স হয় বিয়ের বয়স হয় না এমন মানসিকতাও পরিহার করা উচিত...
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাতটা হয়তো ফুর্তি করবে সকালে উঠেই লাগবে মারামারি- নাস্তা বানাবে কে?
বলবো কিগো দুঃখের কথন
ডাইনি কাহিনী;
বিয়ের আগে পিসটি ছিলো
অচিন রাগিনী।
যেই বলেছি কবুল অমনি
উঠলো চেপে ঘাড়ে;
চোখের জলেই ভাসি সদা
কি করলুম আহারে
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
গুরুর শিষ্য বলেছেন: জটিলস...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
আয়রোন বাবা বলেছেন: আর পবিত্রতা ..।