![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই যে আঘাতটা পেলাম
এরপর কিছুটা বিবাগী আধা সন্ন্যাসী।
তারপর তুই এলি আচমকা ভীত হই
সেই কণ্ঠ সেই আপন স্বর!
সব শুনে বাড়িয়ে দিলি বন্ধুত্বের হাত
আরেক বিরক্তির অধ্যায় শুরু হলো।
সকালের খাওয়া থেকে রাত ঘুমাতে যাওয়া
সবকিছুতেই তোর নজর।
উটকো নিয়ন্ত্রণে আবার স্বাধীনতা হারালাম।
তারপর তোর পেছনে লাগা ইঁদুর তাড়াতে বললি
আমি বললাম- ভিড়তে দিস কেন?
এভাবেই একদিন তোর পুরনো দিন ফিরে এলো।
আমিও খুশি হলাম জেনে।
এরপর ঠুনকো অভিমানে চলে গেলি
বাদানুবাদের পরেরটুকু বুঝলি না
দিয়ে গেলি মনগড়া অপবাদ।
বুঝলাম- উচিত হয়নি মায়াবৃত হয়ে
নিজেকে অনাবৃত করা।
©somewhere in net ltd.