![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে আদৌ কোনো শীতবস্ত্র পড়িধান করিয়াছি কি না ইয়াদ আইতাছে না...কার্যালয়ে শীতেও শীততাপ যন্ত্র চলিবে এমন ফরমান জারি হইলে ঘরে ফিরিবামাত্র খুঁজিতে আরম্ভ করিলাম। তবে কম্বলখানাই সম্বল- পরিধানযোগ্য কোনো শীতবস্ত্র খুঁজিয়া পাইতেছি না...এমন দুরাবস্থায় ফেসবুকের ফটোগুলো খুঁজিতে লাগিলাম...
গত বছরই নয় বিগত কয়েক বছরের শীতবস্ত্র পরিধানরত কয়েকখানা ছবি খুঁজিয়া পাইলাম...তবে কাজীর গরুর মতন দশা পরিধানরত শীতবস্ত্র ফেসবুকেই খুঁজিয়া পাইতেছি বাস্তবে নাই...
গতবার মাতাশ্রীকে বলিলাম- কোন উষ্ণ কাপড় বাড়িতে রাখিয়া আসিয়াছি কি না...! উনি ধমকাইলেন এবং বলিলেন- তোর কোন শীতের কাপড় বাড়িতে নাই...
এইভাবেই ব্যাচেলর জীবনে একের পর এক শীত কাঁটিতেছে...শীতের পোশাক ঋতু বদলের সহিতই নিখোঁজ হইতেছে...আর ওই ঋতুর পরবর্তী আগমনে তালাশ চলিতেছে...তবে মিলিতেছে না!!!
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
গুরুর শিষ্য বলেছেন: আমারে কেউ পছন্দ করে না রে ভাই...
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সাহিত্যের ঘাড়ে দুর্বিক্ষ চাপায়া চালাইয়া দিছেন । প্রজ্বলিত প্রতিভা , আমারটা তো নিভু নিভু করছে ।
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
গুরুর শিষ্য বলেছেন: বুঝলাম না ভাই...
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনার প্রশংসা করলাম ভাই ।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
গুরুর শিষ্য বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
কালের সময় বলেছেন: এই শীতে কামটা ছাইরা ফালান তাইলেই হইলো ।