নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

জমিছে না বিবাহ পরবর্তী প্রেম!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩



একজনের সহিত দীর্ঘদিন যাবৎ একই কক্ষে বসবাস করিতেছি আর একজন আমার জ্যেষ্ঠ ভ্রাতা। দু’জনেরই বিবাহ পরবর্তী প্রেম প্রত্যক্ষ করিতেছি। ইহাতে কেহই খুব একটা জমাইতে পারিতেছে না...এই দুই ভ্রাতারই বধূগণ গ্রামে থাকেন...

কক্ষের পাশের বিছানার লোকটাকে দেখিতেছে মাঝেমধ্যেই কটূবাক্য বিনিময় করিতেছে...আর জ্যেষ্ঠ ভ্রাতা সেদিন কহিল, ‘যখন নিশিতে কোন মুভি দেখিবার সাধ জাগে তখন তোমার ভাবীসাবরে কই- শরীরটা খারাপ আজ ঘুমাইবো...আর উহারই আতঙ্কে ফেসবুকে আসি না, চ্যাটে বিরক্ত করে...’

কক্ষের লোকটা কহিল, ‘ভ্রাতা এই জীবন বড়ই কঠিন উদ্ধার করিবে কোন ত্রাতা?’

তবে মধুর কিছুও যে, ঘটিতেছে তাহাও দেখিতেছি (আড়ি পেতে উপলব্ধি)

তাই বলিয়া হতাশ হইবো কেন, আমিতো ইহা বেশ জানি, কাদা মাটিতে যত নড়াচড়া করিয়া খুঁটি গ্রোথিত হয় ততই তাহা মজবুত হয়...ওই বৃত্ত ছেদিয়া বিন্দু সহসা বাহির হইতে পারিবে না। তবে বিবাহ পূববর্তীতে সেই বিন্দু ত্রিভূজ চতুর্ভূজ কিংবা ষড়ভূজ হইতে পারে...কাগজপত্র নাইতো!!!

তাই দুই ভ্রাতার জন্য শুভকামনা করিয়া নিজেও অমন কম্ম সমাধানের অপেক্ষায় আছি...যাহ আর বেশি কহিতে পারিব না- আমার শরম করে...!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

রুদ্র জাহেদ বলেছেন: !!! :P

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

গুরুর শিষ্য বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.