![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন হারালাম গহীন বনে
কোন সে কোণে আনমনে
বন্ধ চোখে খুঁজি এখন সবখানে
সাড়া মেলে হৃদয়েরই মাঝখানে।
মনের বনে চালিয়ে অভিযান
মিললো তবে প্রিয়ার মুখখান
ক্ষণিক পরে তাকিয়ে দেখি ভাই
এখানেতো মুখের অভাব নাই।
কারো চোখ টানা-টানা
কারো গড়ন সুন্দর
আন্দোলিত অবয়বে
দু’একজন লাজুক বটে
কেউবা দুষ্টু বান্দর।
এত হাসি গলায় ফাঁসি
করি কি উপায়
কোনটা ছাড়ি কোনটা ধরি
কোনটা পেতে ঝাপিয়ে পড়ি
এই নিয়ে মনের বনে
মহাদ্বন্দ্ব নিজের সনে
তালে-তালে বাজছে সেথায়
হরেক রকম ছন্দ।
জীবন সাঝে বন্ধ হবে
মনের গহীন বন
সবগুলো কি পাবিরে তুই
বোকা পুরুষতান্ত্রিক মন।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
কল্লোল পথিক বলেছেন: বেশ লিখছেন
অনিঃশেষ শুভকামনা জানবেন।