![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবীন্দ্রগবেষক নই...যা লিখেছি তা অনলাইন থেকে সংগৃহীত বিষয়টা আমি বলেই দিয়েছি...সে সংগ্রহে ভুল থাকলে কিছু করার নেই...আর শেষ কবিতাটা নিয়ে আমি এজন্য দৃঢ়চেতা যে, একজন খ্যাতিমান আবৃত্তিকার এটা শুনিয়ে বলেছিলেন; এটা শেষ কবিতা...
তবে এই একটা পোস্ট আমি নিজস্ব পড়াশোনার গণ্ডির বাইরে দিয়েছি...অনলাইন নির্ভর হয়ে সার্চ দিয়ে আর কখনও রেফারেন্স দেব না...ওসব তথ্য বিশ্বাস করলে আরো ভুলের দোষে দুষ্ট হতে পারি...
তারপরও যে পড়াশুনা করে আমাকে সংশোধনের চেষ্টা চালিয়েছে তার প্রতি শ্রদ্ধা...এজন্যই এক বছরের বেশি (দুই বছরও লাগতে পার) সময় নিলাম নিজের জন্য...রবীন্দ্রসমগ্র শেষ করবো...তারপর কথা...আসলে এভাবে নিজের না পড়া বিষয় নিয়ে আর কথা বলবো না...আর এমন আজগুবি তথ্য ‘রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ কবিতা’ লিখে সার্চ দিন...আমার মত আপনিও পাবেন...
ধন্যবাদ তাকে রবীন্দ্রনাথ সম্পর্কে আমার অজ্ঞতাগুলো দেখিয়ে দেয়ার জন্য...আসলে অনলাইন নির্ভর হওয়াই উচিত না...মৃত্যুকে কেন্দ্র করে দুটো কথা লিখতে চেয়ে সার্চ দিয়ে যা পেয়েছি তাই লিখেছি...সেগুলো তথ্য নির্ভর কি না ভেবে দেখিনি...
আবারো বলি আমার সাবজেক্ট ম্যাটার ছিল মৃত্যু...তবে সমালোচক বড় শিক্ষক...তার কাছ থেকে পাওয়া লিঙ্ক থেকে রবীন্দ্র রচনাবলি পেলাম...যদিও পাঠক সমাবেশের ১৯ খণ্ডকেই টার্গেট করেছি...তার আগে আহমদ ছফা রচনাবলি ২/১টা বাকি আছে ওগুলো শেষ করবো...কর্ম ও শিক্ষাজীবন সমান্তরালে চালানোটা খুবই কষ্টকর...
তারপর আমি আজীবন ছাত্র...আর বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র...
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
গুরুর শিষ্য বলেছেন: আপনিই শেষ চা অবশ্যই...
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: আসলে অনলাইন নির্ভর হওয়াই উচিত না
একমত...................
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি প্রথম চান দেন গুরু