![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকালের মেয়েরা অত্যাধিক বদমেজাজী ও স্বার্থপর। বয়ফ্রেন্ড বা স্বামী তথা পুরুষের সাথে তাদের সুসম্পর্ক আর আগের মতো নেই। মেয়েরা সর্বদাই পুরুষের সাথে কোন প্রকার কম্প্রোমাইজে যেতে রাজি নয়। এতে সম্পর্ক ভেঙ্গে গেলেও তাদের মধ্যে কোন প্রকারের ভুরুক্ষেপ নেই। এখন অহরহ তারা পুরোনো প্রেমিকের পকেট ফাকা কারে নতুন প্রেমিকের সাথে সম্পর্ক গড়ছে। স্বামীকে বাদ দিয়ে লুকিয়ে পুরাতন প্রেমিক কিংবা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছে। সাংসারিক জীবনের প্রথম কয়েকটি বছর কোন ভাবে পার করার পর স্বামীর প্রতি তার আকর্ষণ আর থাকছে না। যার ফল গত এক মাসে ঢাকা শহরে সাড়ে ৫ হাজার বিয়ে ভেঙ্গে গেছে। ঢাকা সিটি কর্পোরেশন সুত্র বলছে এর অধিকাংশ চাকুরীজীবি মেয়ে।
আসুন সুসম্পর্ক রক্ষায় বদমেজাজী ও স্বার্থপর মেয়েদের প্রত্যাক্ষাণ কারি।
২| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:২৪
হুসাই১০ বলেছেন: বেশ কয়েক জন কে দেখেছি । ফলাফলের সাথে একমত।
৩| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:২৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মেয়েরা অত্যাধিক বদমেজাজী ও স্বার্থপর , অধিকাংশ চাকুরীজীবি মেয়ে।
৪| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:২৯
এক্স বলেছেন: ফাড়ুকি তিশার ফিলিম দেখে মেয়েদের সম্পর্কে এরকম ভুল ধারনা রাখা ভুল. মিডিয়া গুলি সবসময়ই ছেলেদেরকে শত্রু হিসেবে দেখায় এবং ছেলেদের কাছে মেয়েদেরকে যৌন বস্তু হিসেবে তুলে ধরে. তারা ঠিকই টাকা বানিয়ে নিচ্ছে, মাঝখান থেকে মারামারি করে মরছে আমাদের দেশের তরুন-তরুনী স্বামী-স্ত্রী রা.
৫| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৩০
মৃধা জুয়েল বলেছেন: এদের প্রত্যাখান না করে এদের বুঝান কারণ এ মেয়েটি হয়ত হতে পারত আপনার কোন বোন ভাবী বা অন্য কোন আপনজন। একটা কথা মনে রাখবেন মানুষ সব সময় খারাপ সংগে খারাপ হয় তাই তাদের কে খারাপ সংগ ত্যাগ করান।
৬| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৩
বিনিদ্র ~ রজনী বলেছেন: আমার জন এখন পর্যন্ত কম্প্রোমাইজ করে
পরে করবে কিনা জানিনা।
৭| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: বাল ফালানি পোস্ট।
৮| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৮
এক্স বলেছেন: @ব্ল্যাক ... - কোন মন্তব্য মাথায় না আসলে নিশ্চুপ থাকাটাই কি ভাল নয়?
৯| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৮
সজিবহাসান বলেছেন: হ,আমি করলাম,তবে সবাই কে না।যারা খারাপ ,তাদেরকে......
১০| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৪০
সত্যবাদী মনোবট বলেছেন: আবেগ নয় বিবেক দিয়ে সব চিন্তা করা উচিত। দু'জনাকেই দু'জনার প্রতি সমান শ্রদ্ধাবোধ থাকা উচিত.......... এই গানটাclick here শুনে দেখেন এই পোষ্টের সাথে মিল খুঁজে পান কিনা...!!!
১১| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৪২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এক্স বলেছেন: @ব্ল্যাক ... - কোন মন্তব্য মাথায় না আসলে নিশ্চুপ থাকাটাই কি ভাল নয়?
-----------------------------
ব্লগের কোন আইডিয়া মাথায় না আসলে নিশ্চুপ থাকাটাই কি ভাল নয়?
১২| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৬
ডিস্কো ঘোড়া বলেছেন: সবই মিডিয়ার মগজ ধোলাই, নেপথ্যের সুতো কর্পোরেশনের হাতে।
১৩| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৯
এক্স বলেছেন: @ব্ল্যাক - আপনার এই কপি পেস্ট ডট ডট ফালানো পোস্ট মার্কা কমেন্ট ব্লগের মধ্যে বিরক্তিকর. আচ্ছা আপনার এই উক্তির কারন কি বলবেন?
১৪| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৫০
আলোর দিশারী বলেছেন: মেয়েদের সম্পর্কে এমন কথার তীব্র প্রতিবাদ করি।
যা বলেছেন, তা সত্য। তবে অধিকাংশের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে।
২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:২৯
নাজিব খান বলেছেন: সত্যি বলতে কি স্বীকার করেন আর নাই করেন , মেয়েরা কমপ্রমাইজে যাওয়ার পর সম্পের্ক টানা-পোরন হয়েছে এমন একটি ও হয়নি
১৫| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৫২
আকাশটালাল বলেছেন: ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এক্স বলেছেন: @ব্ল্যাক ... - কোন মন্তব্য মাথায় না আসলে নিশ্চুপ থাকাটাই কি ভাল নয়?
-----------------------------
ব্লগের কোন আইডিয়া মাথায় না আসলে নিশ্চুপ থাকাটাই কি ভাল নয়?
একদম খাটি কথা। এই সব পোষ্টের জন্য ভালো পোষ্টগুলা সামনের পাতায় পাওয়া যায়না........
১৬| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: @এক্স, এই পোস্টে কেন বলসি, সেই কারন জানতে চান। নাকি সবসময় কেন বলি, সেটা জানতে চান?
১৭| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:০৬
বোকা সুজয় বলেছেন: ভাই ঠিক কইছেন
১৮| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:০৯
এক্স বলেছেন: @ব্ল্যাক - ২টাই বলুন শুনি.
১৯| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:২১
আকাশ_পাগলা বলেছেন: রাইট।
২০| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:২৪
কি নাম দিব বলেছেন: বিয়াফক বিনোদন
২১| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:২৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...
২২| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:০২
উপদেশ গুরু বলেছেন: এক্স বলেছেন: ফাড়ুকি তিশার ফিলিম দেখে মেয়েদের সম্পর্কে এরকম ভুল ধারনা রাখা ভুল. মিডিয়া গুলি সবসময়ই ছেলেদেরকে শত্রু হিসেবে দেখায় এবং ছেলেদের কাছে মেয়েদেরকে যৌন বস্তু হিসেবে তুলে ধরে. তারা ঠিকই টাকা বানিয়ে নিচ্ছে, মাঝখান থেকে মারামারি করে মরছে আমাদের দেশের তরুন-তরুনী স্বামী-স্ত্রী রা.
২৩| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:১৪
কাকপাখি ২ বলেছেন: লোকজন এখন থেকে চাকুরিজীবি মাইয়া বিয়া করতে ভয় পাইব।
২৪| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:১৯
প্রভাষক বলেছেন: এক-তরফা ভাবে দোষ দেয়া হয়ে গেলো না???
আমার স্ত্রী চাকুরীজীবি... আমার মতে পৃথিবীর সেরা নারী... সেরা স্ত্রী... আমার যা অর্জন সব-ই তার প্রেরণায় আর ভালোবাসায়...
ভালো-মন্দ মনে হয় দু-পক্ষেরই আছে... দোষ-ও... নারী ছাড়া কি আমরা টিকে থাকতে পারবো???... মা / বোন / বান্ধবী / বউ... সবাই-তো নারী...
পক্ষ-পাতিত্বের জন্য মাইনাস দিলাম (দয়া করে রাগ করবেন-না ভাই...)...
২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৭
নাজিব খান বলেছেন: আপনার কাছে আপনার স্ত্রী পৃথিবীর সেরা নারী ..........সতি্য প্রসংসনীয়, কিন্তু যাদের জন্য এই অপবাদ আজ সকল নারীর ঘাড়ের ওপর তাদের অবস্থান কি তারা জানে?
২৫| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৯
রাজসোহান বলেছেন:
২৬| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রথমেই মাইনাস নারী বিদ্বেষী এবং এক পেশে মনোভাবের জন্য। আপনার মনে রাখার উচিত এই পৃথিবীতে আপনি এসেছেন আপনার মায়ের মাধ্যমেই...
আর আপনি যেই সমস্যাগুলোর কথা বলেছেন সেটা দুপক্ষের জন্যই সত্য হতে পারে। আর মেয়েদের যদি সেই সমস্যাগুলো থেকে থাকে তার জন্য আমরা পুরুষরা অবশ্যই অনেকাংশেই দ্বায়ী। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশী কথায় ব্যাখ্যা করতে হবে। সময় ও ধৈর্য নেই বলে আর বেশী কিছু বললাম না। শুধু এটুকুই বলে রাখি, আজকের এই পরিণতি আমাদের বহুদিনের অসচেতন সামাজিক চর্চার ফসল।
২৭| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:১৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এক্স বলেছেন: @ব্ল্যাক - ২টাই বলুন শুনি.
----------------------
সেই সব পোস্টেই বলি যেগুলি পড়ার পরে আমার মনে হয় এই প্রশ্নগুলির উদয় হয়!!!
-এইটা কি পড়লাম
-পোস্টদাতা কি পাগল না ছাগল
-এই পোস্টদাতার কি মা-বাপ নাই
-ব্লগিং তো একেবারে রিকশাওয়ালা, বস্তির লেভেলের লোক করে না, মোটামুটি শিক্ষিত লোক করে, শিক্ষিত মানুষের এইরকম অসুস্থ রুচি হয় কিভাবে
এই পোস্টে কেন বলসি? - উপরের ২৬ নাম্বার কমেন্টটা দেখেন।
২৮| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:৩০
এক্স বলেছেন: @ব্ল্যাক - ওক্কে. আপনি যদি মনের ভাবটা প্রপার রাস্তায় প্রকাশ করতেন তাতে পোস্টদাতাও কিছু শিখতে পারত, এবং আপনিও একজনকে সঠিক পথ দেখাতে পারতেন. সে জায়গায় ওই কথা বললে কি পোস্টদাতা ঠিক হবে, না আপনার আভিজাত্য বা রুচিশীলতা বা জ্ঞান প্রকাশ পাবে.
আপনার বেশির ভাগ পোস্টই খুব চমত্কার কিন্তু অন্যকেও চমতকার লিখতে সাহায্য করাটাও একজন সহব্লগারের দায়িত্ব. কারন মানুষ শেখেই পরিবেশ থেকে এবং আপনিও সেই পরিবেশেরই গুরুত্বপূর্ন উপাদান.....
...খুব সম্ভবত আমার এই বেকুবি কমেন্ট পড়ে আপনার মাথায় আবার উদয় হবে সেই ৪টি প্রশ্ন....
২৯| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৯
তাশমিয়া বলেছেন: একপেশে এবং অযৌক্তিক পোস্ট।
২৬ নং কমেন্টের সাথে সহমত।
৩০| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৫
শান্তির দেবদূত বলেছেন: ফলতু লজিক, ফালতু ব্যাখ্যা.........
কম্প্রোমাইজ দুই পক্ষ থেকেই হওয়া উচিত। আর শুধু কম্প্রোমাইজের উপরই সংসার টিকে থাকা নির্ভর করে না। সংসার একটা খেলার মাঠ, একে টিকিয়ে রাখতে হলে ভালো ও খেলোয়াড় হতে হবে.....কখনো এটাকিং কখনো ডিফেন্সিভ আবার কখনো শুধু সময় অতিবাহিত করা।
আর আপনি যেভাবে সব দোষ মেয়েদের উপর দিলেন তাতে মনে হচ্ছে ওরা পরকিয়া, প্রেম সবই অন্য কোন ছেলের সাথে করে না, কোন মেয়ের সাথে করে। একপেশে মনোভাব পরিহার করুন।
৩১| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১:২৬
তন্দ্রাহারা বলেছেন: সব মেয়েদের দোয আর ছেলেরা ধোয়া তুলসি। মন মানযিকতার change আনুন ভাই।
৩২| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১:৩৮
নৈশচারী বলেছেন: হা হা হা হা হা
আমার আসলে এই ধরনের আবাইল্যা পোস্ট দেখলে রাগ লাগে না!! চরম হাসি পায় ! পোস্ট এর লেখকের জন্য ব্যাপক করুণা অনুভব করতেসি!
৩৩| ২৫ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩৪
আকাশ_পাগলা বলেছেন: আরে কী অবস্থা !!!
পাবলিক এত সিরিয়াস হয়ে গেল কেন !!
সুশীলীয় প্যাচালে না যেয়ে এই লেখক ধুমধাম ফিলিংস প্রকাশ করে দিসেন,ভাল করছেন।
যার যা মনে হয় তাই।
উনি নিশ্চয়ই দেশের সবার কথা বলে নাই।
কারও উপর রাগ হইছে বা কিছু দেখছে, দেইখাই তাৎক্ষণিক ভাবে বলছে।
পাবলিক এইটা নিয়া সিরিয়াস হয়ে গেল ক্যান !
আর হেরে বুঝাইতেই বা আসে ক্যান !!
টপিকটা এত সিলি যে আমার ত মনে হয় না যে এখানে বুঝানোর কিছু আছে। পোলাপান ত এমনিই বলে যে, "আজকালকার মাইয়াডি ভাল না।"এটারে এহেন ভাবে কার স্ত্রী ক্যামন, কার মা মেয়ে কী না হেন তেন ডায়লগ দিয়ে সুশীলীয় করার মানে কী!
মানুষ ইদানীং সব কিছুতে সিরিয়াস।
হফফফফ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:২১
উত্তম কুমার নাথ বলেছেন: ঠিক আমার .শালির. মতন