![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমানো ব্যথা
তোমারী পথে আমি হাটব জেনেও
পাই ব্যথা,
ভুল বুঝে চলে গেছ
দিয়ে নিরবতা।
কখনও সে ভুল ভাঙ্গবে না
আবেগী আল্পনায় রঙ লাগবেনা।
ভীষন কান্নার জল্,
মুছে যাবে স্মৃতি
সেও হবে না,
তুমি জানবে না।
তারাদের দলে খুব অভিমানে
লুকিয়ে কষ্ট গাইবে গান ,
তোমারী আহবান
যন্ত্রনা তার প্রতিদান।
ক্ষনে ক্ষনে বহু বছর ধর
বুক পাজরে...............
২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: ব্যথা জেনেও সেপথে চলা অনেক বড় ব্যাপার।
সুন্দর কবিতা।
++++
তোমারী পথে আমি হাটব জেনেও
তোমারই হবে বোধহয়।
৩| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:২১
একনীল বনসাই বলেছেন: না,ভাই।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগল কবি হে। এগিয়ে যান শুভ কামনা।