নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে যাবার ব্যাকুলতা
তোমার কাছে ফিরে যাবার ব্যাকুলতায় ,
হারিয়ে যাচ্ছে একের পর এক সপ্তাহ দিন |
নিজেকে ভেঙ্গেচুরে গড়েছি এতদিন
কতগুলো বসন্ত গেছে অপেক্ষায় ,
আলিঙ্গনের আবদার হয়েছে দীর্ঘশ্বাস -
তুমি পারবে আমি জানতাম হে বিজয়িনী ,
হয়েছে তাই- কাশফুলের ছুয়ে গেছে গোধূলি
অপেক্ষারা কেটেছে এক যুগ
বদলে যাওয়া শহরের রাস্তায় ,
বড্ড চেনা অচেনার ভিড়ে
বিকে গেছে সব আকাঙ্ক্ষারা,
এখন বৃষ্টি এলে ছুয়ে দেখি
হয়েছে কতটা নোনা কতটা নোনতা ,
ঝরছে অবিরত ভেসে গেছে চারপাশ
তোমার কাছে ফিরে যাবার ব্যাকুলতা
এখন প্রায় অনিশ্চিত অতীত
এটা বারবার কেন ভুলে যাই?
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা বিরহ কবিতা
ভালো লাগলো