| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষেরাও যে সুন্দর হতে পারে,
ইদানীং বুঝতে পারছি।
অনুভূতিরা রঙ বদলাতে বদলাতে
হয়ে গেছে অদ্ভুত, বড্ড বেমানান।
অবেক্ত কথাগুলো দিনে দিনে পরিপক্ব হচ্ছে,
কী নির্মম প্রেম বয়ে বেড়ায় হৃদয়ের কোণে।
দুকুলে দুজনে ছিলাম বহু দিন, বহু বছর ধরে
হেমন্তের সকালে ঝরা শিউলির মতো
এতটুকু নেই আক্ষেপ ।
আমি ছিলাম সময়ের স্রোতে এক নীল জলরাশির ঢেউ,
তুমি ভিজেছিলে আচমকা প্রখর রোদে।
কেউ শোনেনি সে আর্তনাদ, চোখের জল,
তাই তো শুষ্ক গোলাপ রয়ে গেছে-
বইয়ের ভাঁজে ভাঁজে।
জানো কি, মানুষ হারায় মানুষে,
জিতে যায় কামনা।
কত রাত যায় নির্ঘুমে, কীসব শব্দ বাজে
পালাতে পারে না কেউ, পারেনি,
আর পারবেও না এই জীবনে।
নিষ্ঠুর সেই ফেলে আসা স্মৃতি, অমানবিক আমরা,
আজও হাটি ধুলো ঝরা চেনা রাস্তায়,
ইচ্ছে করে ভুলে যেয়ে স্পষ্ট অতীত।
সময়-১১-১১-২০২৫
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর।