নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ একাকী মানব

নিঃসঙ্গ একাকী মানব › বিস্তারিত পোস্টঃ

অচেনা ভালবাসা

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭

চলে গেছ বহুদূর,ভুলেছ আমায়
ভুলতে পারিনি,পারবনা ভুলতে
তোমাকে দেখার স্বপ্ন আশায়
বাড়িয়েছি পা দুটো কত অজানা পথে।


যদি দেখি লম্বা চুল
মনে হয় সেই তুমি
কাছ থেকে ফিরে অাসি,
চেয়ে দেখি সে আমারই ভুল


তবে কী অাজও খুঁজছি তোমায়
চলে গেছ বহুদূর,ভুলেছ আমায়,
বেশ,বেশ,বেশ
কাঁদিয়েছ অনেক ইচ্ছে যত কাঁদাও
ভবে তো কত লীলা জীবন যাতনায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২০

তানজির খান বলেছেন: আবেগ আছে লেখায়। আমার মনে হয় শব্দ চয়নে আরো কৌশলী হয়ে উঠতে হবে। আবেগ,অনুভূতি, শব্দ চয়ন তিনটি ব্যাপার খুব ভাল ভাবে এক করতে হয়। আপনার সুন্দর আগামী কামনা করছি। ভাল লিখেছেন,শুভ কামনা রইল।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

মাহবুবুল আজাদ বলেছেন: তানজির ভাইয়ের মন্তব্যের সাথে একমত।

ভাল থাকবেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

নিঃসঙ্গ একাকী মানব বলেছেন: জ্বী ভালো বলেছেন।ইনশাল্লাহ্ সামনে আরও ভাল লেখার চেষ্টা করব।মন্তব্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.