নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ একাকী মানব

নিঃসঙ্গ একাকী মানব › বিস্তারিত পোস্টঃ

শর্টকাট পথে জান্নাতে যাওয়া নিয়ে ধুম্রজাল

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৪


* আমাদের দেশে বিজ্ঞ আলেম সমাজ আছেন, এদের মদ্ধে অনেক মতপার্থক্য ও বিদ্দমান যেমন,সুন্নি, কওমী, চরমনাই, মওদুদী ইত্যাদি। তাদের মধ্যে ধর্মীয় অনেক বিষয় নিয়ে মতভেদ দেখা যায় কিন্তু কোন আলেমকে আমি এই ব্যপারে বলতে শুনিনি যে, সারা জিবন যাই পাপ কাজ করে থাকোনা কেনো, তুমি যদি জান্নাতে যেতে চাও তবে ১ জন বিধর্মীকে হত্যা করে মারা গেলেও জান্নাতে তোমার স্থান আল্লাহ তোমাকে করে দিবেন,তখন তোমার জন্যে জান্নাত অবধারিত।
* যদি এমন হতো তাহলেতো আমাদের দেশে যেই সকল বিজ্ঞ আলেমগন আছেন তারা এতো কষ্টকরে নিজের মনের ইচ্ছের সাথে লড়াই করে নামায, রোজা, হজ্ব, যাকাত,তাহাজ্জুদ,দ্বিনী এলম অর্জন করা, নফসের সাথে মুজাহাদা করা ইত্যাদি এসব তারা আল্লাহ কে পাওয়ার জন্যে, জান্নাতে জাওয়ার জন্যে কি করতেন???? উত্তর :- না করতেন না।
তারা একজন করে বিধর্মী নিধন করে সহজেই জান্নাতবাসী হতে চাইতেন।
* তাহলে এখন প্রশ্ন হলো এরা কারা যারা এতো সহজেই জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেলো??!!!
----আমার মনের উত্তর---
@ তারা এমন কেও যাদের মনে কিছু চাইলেই তা হাতের নাগালে চলে আসে, জিবনে কস্টের মুখ দর্শন তাদের করতে হয়নি। (আদরের দুলাল)
@ জীবনে সবকিছু সহজেই পেতে পেতে অভভস্ত হয়ে বড় হয়েছে এমন ব্যক্তিকে কেও যদি মানুষ মেরে জান্নাতে যাওয়ার সহজ পথ দেখায় তাহলে সে সহজেই তা বিশ্বাস করে এবং তা গ্রহণ করে নেয়। কারন সে ছোট হতেই সবকিছু খুব সহজেই পেয়ে এসেছে তাই জান্নতটাও সহজে পেতে চায়।
@ ধর্মীয় শিক্ষা খুব সীমিত আছে বা কোরআনের আয়াতের খণ্ড খণ্ড অর্থ বুঝে এবং হাদিসের মুলভাবধারা না বুঝে শুধু শাব্দিক অর্থ বুঝে তারাই এই পথে সহজে ঢুকে পরে। (কারন ইসলাম এর নাম দিয়ে তাদের ব্রেন ওয়াশ করা খুব সহজ)
## মুল কথা##
* সত্যিকার যারা কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে এবং তার উপর আমল করে তারা কোনদিন জঙ্গী হতে পারেনা।
* ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম একটি পরিপুর্ন ধর্ম।
বি,দ্র; এটা শুধু আমার নিজের মত প্রকাশ করলাম মাত্র, সবাই আমার সাথে একমত নাও থাকতে পারেন,আমিও অন্যদের মতকে শ্রদ্ধা করি, ভুল থাকতেই পারে এই লেখায়, দয়া করে ধরিয়ে দিবেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:২৩

রাসেল সরকার বলেছেন: যারা মহান সাহাবায়েকেরামের নির্দেশিত মত ও পথে রয়েছেন, কেবলমাত্র তারাই নাজাত প্রাপ্ত তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াত । শান্তি, মুক্তি ও মানবতার ধর্ম পবিত্র "ইসলামের" নাম ব্যবহার করে, যারা যে কোন ধর্মের অনুসারীকে হত্যা করছে এবং হত্যা করার অধিকার আছে বলে মনে করে তারা, চির অভিশপ্ত কাফের এজিদের অনুসারী ।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৯

নিঃসঙ্গ একাকী মানব বলেছেন: ভাল বলেছেন।

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, বাংগালীরা সুযোগ পেলে বেহেশতে যাওয়ার আগে আমেরিকা যেতে চাইবে।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৫

নিঃসঙ্গ একাকী মানব বলেছেন: অাজকে তো অামেরিকান পাসপোর্টধারী এক জঙ্গীও নিহত হল।তার মানে অামেরিকা এখন অার তার ভাল লাগছে না।কথিত 'বেহেশত'যাওয়াই তার মূল লক্ষ্য ছিল।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৫

আহলান বলেছেন: নরহত্যা মহাপাপ ...এটা সব ধর্মেই। হাবিলকে হত্যা করে কাবিল যে পাপ শুরু করেছিলো, তা আজো অব্যহত রয়েছে .... এবং পৃথিবীতে যতো এভাবে অন্যায় হত্যা সংঘটিত হবে, সেই পাপের একটি অংশ কাবিলের উপরেও চাপবে .... সুতরাং পৃথিবীর শুরু থেকেই এটি মহাপাপ .... জান্নাতে যাওয়ার শর্টকাট ওয়ে এটি কখনোই হতে পারে না .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.