![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
যেদিন প্রথম তোমায় দেখেছিলাম এ ব্যস্ত শহরের নির্জন পথে ..।
সেদিনই দেখেছিলাম দিবাচোখে একরাশ স্বপ্ন তোমাকে নিয়ে .. ।
রোজ তাড়াহুড়ো সকাল আমার তোমার পানে চেয়ে ..।
তুমি ছিলে বিশুদ্ধ সকাল আমার এ জীর্ণ শরীরে ...।
সারাটাদিন তোমায় নিয়ে বুনা - অনেক স্বপ্ন আমার ..
বুনেছি এক অট্টালিকা - সেথায় শুধু তোমার পানেই চেয়ে থাকা ।
আজ অনেকটা দিন পর - ভাবিনি আমার স্বপ্ন ঘর - সব স্বপ্ন রয়ে যাবে ..।
আর আমার ক্ষতবিক্ষত হৃদয় তোমার হাতেই রয়ে যাবে ....।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪
সাহিনুর বলেছেন: ধন্যবাদ স্রান্জি তোমাকে
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং। উত্তর দেয়ার জন্য সবুজ তীর চিহ্ন ক্লিক করুন। নিচে নতুন ঘর আসবে সেখানে লিখুন।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১১
সাহিনুর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ,,,, আপনাদের মাঝে আমাকে এক টুকর জমিন দেয়ার জন্য,সেই জমিনে বাধবো ঘর । আশা করি আমি আপনাদের সাথে আড্ডাটা জমিয়ে দিতে পারবো ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪
কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে স্বাগতম। শুভ কামনা রইলো আপনার জন্য।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২
সাহিনুর বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: ভাল
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২
সাহিনুর বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭
স্রাঞ্জি সে বলেছেন:
কেমন আছেন....????
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
সাহিনুর বলেছেন: ভালো আছি তবুও একটু চাপে আছি। আমার ডিসেম্বর পিএইচডি এর পরীক্ষা আছে তার জন্য । আপনারা সবাই আমার জন্য দয়া করবেন । ধন্যবাদ ।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
আরোগ্য বলেছেন: আপনার পিএইচডি এর পরীক্ষার জন্য শুভকামনা রইলো।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
সাহিনুর বলেছেন: Thank you so much vaiya
৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
নিজেকে আরও যোগ্য করে তুলুন।
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
সাহিনুর বলেছেন: ভাইয়া আপনি সত্যি অনেক ধর্য্যশীল এবং অনেক পতিভাবান। আপনার কথা আমি মেনে চলবো ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ ব্লগিং.............@
খুব সুন্দর একটি কবিতা দিয়ে ব্লগিং যাত্রা শুরু করেছেন।