নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

আত্তনাদ

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯



আমার রক্তে খেললি তোরা ...
রক্ত তোদের এতই প্রিয় ..।
আমারও তো ইচ্ছা করে মেলতে ডানা ..উড়তে পাখির মত .।
নিজেকে তোরা মানুষ বলিস ,,,,
মানুষ হয়ে একি করিস,,,
কিসের এতো লালোসা তোদের.,,?
আমায় কি তা বলতে পারিস ..।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আরোগ্য বলেছেন: ভাই কিছু মনে করবেন না, ছবিটা একটু দৃষ্টিকটু।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

সাহিনুর বলেছেন: আমি অত্যন্ত দ:ক্ষিত । পরবর্তিতে আর এমন হবে না । আমি অমন ভাবে ভাবিনি । ভুল টা ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: লিখার জন্য সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি বিনীত অনুরোধ থাকবে বানানের প্রতি কিছুটা যত্নবান হওয়ার জন্য। আমার মনে হয় "আত্তনাদ" সঠিক শব্দ নয় (আমার ভুলও হতে পারে)। খুব সম্ভবত ওটা "আর্তনাদ" হবে। আর "লালসা" মনে হয় সঠিক বানান, "লালোসা" হওয়ার কথা নয়। আশা করছি, আপনি আমার ছোট্ট অনুরোধে কিছু মনে করেন নি। আগামীতে আরো লিখবেন, সে প্রত্যাশাই করছি। ভালো থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

সাহিনুর বলেছেন: ভাইয়া আমি কিছু মনে করবো না এটা তো হয় না। আমি বার বার চাইবো যতবার আমি ভুল করবো ততবার আপনি আমার ভুলটি ধরিয়ে দেবেন , আর আশা করি এই অনুরোধটি রাখবেন । আর আমি এটি খেয়াল রাখবো । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.