![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
তোমার সাথে আঁড়ি ,,,,,
অনেক দিন ধরেই আঁড়ি ,,।
ঘুম আসেনা আমার ,,, তাইতো রাত জেগে দেই পাঁড়ি ।
কথা বলোনা ,, দেখে করো না ,,,
বলি - কিসের এতো রাগ ?
রেগেই যখন থাকবে দুরে ...
কেনই তবে ভালোবেসে ছিলে ?
হ্যা ..হ্যা জানি ..
তোমার সাথে আমার আঁড়ি ..
অনেক দিন ধরেই আঁড়ি ....।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫
সাহিনুর বলেছেন: পড়তে বেশি লিখতে হবে কম .। দয়া করে এটা একটু যদি বিস্তারিত বলতেন , তাহলে আমি উপকৃত হতাম । এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম।
আশা করি লেখা সামনে আরও ভাল হবে।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪
সাহিনুর বলেছেন: আমি লেখালিখি নিয়ে ভবিষৎ এ কিছু করতে চাই । আচ্ছা আমাকে কতদিন অপেক্ষা করতে হবে প্রথম পেজ অনুমতি পাওয়ার জন্য । এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার কবিতাটি পড়ে আমার একটি গানের কথা মনে পরে গেলো।
বন্ধু তোমার সাথে আড়ি
আড়ি আড়ি আড়ি আড়ি
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪
সাহিনুর বলেছেন: আড়ি জিনিস টি সত্যি একটি দারুন অনুভুতি। দারুন আবেগ জড়িয়ে থাকে আমাদের জীবনের কোন না কোনো সময়ে - কারো না কারো সাথে । তেমন একটি সময় এসেছিল হইতো তাই পেরেছি এমন আবেগ দিয়ে লিখতে এটি।
আপনাকে অনেক ধন্যবাদ ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সময় করে একদিন আমার ব্লগে ঘুরে আসবেন কিন্তু দাওয়াত রইলো।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
সাহিনুর বলেছেন: আমি অবশ্যই আপনার ব্লগে লেখা পড়ব। আপনাকে আবারও ধন্যবাদ ।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
আরোগ্য বলেছেন: ভালোই হচ্ছে, আরেকটু বড় করতে পারতেন।
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
সাহিনুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তিতে এটা মাথায় রাখব । এই ভাবে আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে আমাকে আরও উন্নত হওয়ার লক্ষ্যে আমার পাশে থাকবেন । ধন্যবাদ আবারও ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আর কতকাল আঁড়ি থাকবে? এবার অভিমান ভুলে ভালোবাসার মানুষটিকে কাছে টেনে নিন। অবশ্য, প্রেম-ভালোবাসায় বিরহ বরাবরই মধুর হয়। শুভ কামনা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮
সাহিনুর বলেছেন: আপনাকে আদর করে ভুইয়া ভাইয়া বলে ডাকতে পারি তো কিছু মনে করেবন না তো । অভিমান তো অনেক দিন আগেই মিটে গিয়েছেন । শুভাকাঙ্খী হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮
শাহিন-৯৯ বলেছেন:
লেখার হাত ভাল তবে আরও ভাল লেখা চেষ্টা করতে হবে। পড়তে হবে বেশি লিখতে হবে কম। অন্যদের সাথে নিজের মত বিনিময় জন্য মন্তব্য প্রতিমন্তব্য বেশি বেশি করে করতে হবে।
শুভ হোক ব্লগে আপনার পথ চলা। শুভ ব্লগিং।