নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

এ বেটি ........ একটু খেতে দিবি !

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯




এ বেটি ....!
একটু খেতে দিবি.. -সারাদিনের ভুক্ষা শরীর আর তো চলে না ।
তুই বাড়টি খাবর ফেলেছিস ...
আমার চোখে জল এনে- এমন কেনো চেয়েছিস ?
তোর এই বাঁকা চোখের চাহনীতে আমার ক্ষুধা মেটে না ।
তুই আমার থেকে দুরে থাকিস .....
শুধু কি আমার নোংরা শরীর দেখিস ?
ক্ষুধার জ্বালায় মরতে বসি - তাতো দেখিস না ।

এ বেটি ....!
একটু খেতে দিবি - সারাদিনের ভুক্ষা শরীর আর তো চলে না ।
ছোটো জাত বলে বুঝি ঘৃনা করিস এতো ..।
এ বেটি ...।
ছোটো জাত বলিস কারে .. ?
মূর্খ্য হলে তুই বুঝবি নারে ..!
এ বেটি ....।
সারাদিন রোদ্র তাপে আমি পিপাসায় মরে যাই ...
তুই ঘৃনা ভুলে..... একটু জল নিয়ে আয় ....।



উদ্দেশ্য :- আজ ও আমরা জাত - পাত , কাপড় খারাপ দেখে টিক করি কে উঁচু জাত , কে নীচু জাত । আজও আমরা ঘৃনা করি ওই সব মানুষদের , যারা দুমুটো খায়ার জন্য অন্যের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়ায় - কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি মাথায় নিয়ে । হায়রে হতভাগা - হতভাগিনী তোদের কপালে এর পরে জোটে - ঘৃনা , লাঞ্ছনা - কটুকথা । এতো যুগ পেরিয়েও এইসব দেখে আমার মনে প্রশ্ন জাগে ... আমরা কি মানুষ ? আমরা কি শিক্ষিত ?
জানি না কার মনে কি আছে - তবে এটুকু বলতে চাই - যদি এমন মানুষ তোমার দোয়ারে আসে ... কিছু দিতে পারো আর নাইবা পারো - তাদের সাথে একটু হেসে নরম সুরে কথা বলো। হইতো তাতে তাদের ক্ষুধা মিটবে না তবে .... তুমি দেখো ভুক্ষা পেটে ফুটবে তাদের মুখে হাসি ।
অন্যদের কে না বলে আসো আগে আমরা নিজেরাই নিজেদের কে পরিবর্তন করি ।
ধন্যবাদ আপনাদের সবাই কে আমার লেখা পরে আমার পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: লেখা পড়ি। ভালো লাগে।

ভালো থাকুন।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

সাহিনুর বলেছেন: Thank You So Much Rajib Vaiya

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

আখেনাটেন বলেছেন: ভাবনাটুকু হৃদয় ছুঁয়ে গেল ব্লগার সাহিনুর। অাসলেই তাই এখনও আমরা জাত-পাত, মত-পথ নিয়ে বিভেদের দেয়াল তুলে রেখেছি।

*কিছু বানান ঠিক করে নিন।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

সাহিনুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া । আমি চাই আপনারা আমার ভুলটি ধরিয়ে দিন , তাতে আমি আরো বেশি উপকৃত হবো। আবারও ধন্যবাদ আপনাকে ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



বিবেকে নাড়া দেবার মতন লেখা...

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

সাহিনুর বলেছেন: এটা পড়ে যদি কেউ একটু ভাবে , তাহলে তো আমার লেখা স্বার্থক । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: সবার নজর উপরে
নিচে কে আর চায়,
কেউ ফেলে দেয় কেউ না খেয়ে
পথে পড়ে রয়।
চমৎকার উপস্থাপনা। ধন্যবাদ সাহিনুর ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

সাহিনুর বলেছেন: নূর ভাইয়া আপনার লাইন গুলো অসাধারণ হয়েছে। আমরা কি পারবো না চেঞ্জ করতে এই সমাজ টিকে ? আপনাকে ধন্যবাদ আন্তরিকতার সাথে ।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব দারুন লিখেছেন। লিখতে থাকুন। শুভ ব্লগিং।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

সাহিনুর বলেছেন: ফারিয়া ধন্যবাদ আপনাকে। চেষ্টা করবো আপনাদের মনের মতো লিখতে । শুভ রাত্রি ।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬

সনেট কবি বলেছেন: এধরনের পোষ্ট আরো বেশী প্রয়োজন।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

সাহিনুর বলেছেন: স্যার আপনরা চাইলে সেটা অবশ্যই সম্ভব।যতো টা পারবো এদের পাশেই থাকতে চাই। এদের জন্য একটু দোয়া করবেন -আল্লাহ যেন এদেরকে কষ্ট থেকে মুক্তি দেন । আমিন । স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ছবিটা দেখেই বুঝা যাচ্ছে কত ক্ষুধার্ত মানুষ আমাদের চারপাশে ঘুরে, আমরা ফিরেও তাকাই না।

মানবতার জয় হোক।

ক্ষুদ্ধ< ক্ষুধা মেটানা।
আমিপিপাসায় মরে যায়< যাই হবে।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

সাহিনুর বলেছেন: ধন্যবাদ মহিদুল ভাইয়া ভুল গুলি ধরিয়ে দেওয়ার জন্য।

৮| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: :( মন খারাপের লেখা!

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

সাহিনুর বলেছেন: হ্যাঁ ম্যাম, মন খারাপের লেখা । ওদের জন্য একটু একটু করে ভাবতে শিখছি । ধন্যবাদ শায়মা আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.