নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

একটি নতুন জীবনের আশা

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৯



দিন শেষে ক্লান্ত এ মন- চুপিচুপি রয়
কি চেয়েছি আর কি পেয়েছি
তাহা সব ভুলে ইতি টানা হয় !
আলো বিহীন রাতের দেশে
সময় কেটে যায় ঘুমের বেশে ।
সকালের নতুন সূর্য্যদয়ে
ফুটুক মুখে নতুন হাসি ।
পুরানো দিনের শেষে
নতুন জীবনের প্রাঙ্গনে এসে !

বি : দ্র :- যদি কোনো ভুল থাকে অথবা অন্য কিছু যেটা আপনার টিক মনে হয়নি , দয়া করে ধরিয়ে দিলে খুবই উপকৃত হবো ।ধন্যবাদ আপনাদের সবাই কে ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:

আপনার পড়ালেখার বিষয় কি ছিলো?

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

সাহিনুর বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যের মানে আমি টিক বুঝলাম না। তার জন্য আমি দুঃক্ষিত।

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আপনাকে ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

নজসু বলেছেন: আপনি যেহেতু ভুল ধরার কথা বলেছেন-

সময় কেটে যাই= সময় কেটে যায়
রই=রয়
কিছু বানান ভুল আছে।
বাক্য গঠনেও ভুল আছে।

আশা করি অনুশীলন করবেন।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

সাহিনুর বলেছেন: নজসু ভাইয়া আমি অবশ্যই টিক করে নেবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতায় প্রতি লাইনে ফুলস্টপ দেওয়াটা বেমানান দেখায়।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

সাহিনুর বলেছেন: স্রাঞ্জি ভাইয়া আপনার মন্তব্যটি আমাকে নতুন কিছু শেখালো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

সাগর শরীফ বলেছেন: সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

সাহিনুর বলেছেন: ধন্যবাদ সাগর ভাইয়া আপনাকে।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বানানে কিছু ভুল আছে।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

সাহিনুর বলেছেন: ফারিয়া জী ,, কোন গুলো ভুল একটু বলে দিতেন যদি তাহলে খুব খুবই ভালো হতো। আশা করি আপনি এটুকু সাহায্য আমাকে করবেন । অসংখ্য ধন্যবাদ আপনাকে । শুভ রাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.