নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

............পরিহাস .......

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:১২


আপনারা এই কবিতা টি যদি পারেন আবৃতি করে পাট করবেন । দেখবেন দারুন অনুভতি হবে ।

বাড়ির পাশে ছোট্ট টালির ঘর
আমার অট্টালিকার পর ।
বৃষ্টি এলেই ভিজবে তারা
রোদ এলেই পুঁড়বে
আমার বাড়ি রোদ -বৃষ্টি সব কিছুতেই চলবে ।

পরোনে তাদের নোংরা জামা
প্যান্ট টাও বুঝি ছেঁড়া
আমার জামা রেমন্ডের - দাম টা কি - তা জানা ?

কোথায় বলি গল্প আমি
বুঝবে নাকি কেউ
সবাই যে মূর্খ্য তারা - ইংরাজী বোঝে কেউ ?

খাবার থালায় কম দামী চাল - দেখতে ভারী বাজে
কি করে যে খায় ওরা
দেখলে তুমি মজায় পাবে !

তার পরেও মাঝে মাঝে - ভেদ করে এই অট্টালিকা
ক্যামনে আসে হাসির ছটা
ক্যামনে রয় তাদের সুখের ফোঁটা ।



বি : দ্র :- এখানে আমি 'হাসির ছটা' ব্যবহার করেছি এক গুচ্ছ হাসিকে বোঝাতে এবং 'সুখের ফোঁটা ' ব্যবহার করেছি সব সুখ একসাথে বোঝাতে ।
আজকাল টাকা থাকলেই মানুষ নিজেকে , নিজের অতীত কে ভুলে যায় , তাদের অহংকার পরিনত হয় এক নগ্ন আত্তনাদে... যে আত্তনাদ ভেদাভেদ করতে ভুলে যায় মানুষ আর অমানুষের মধ্যে । যে আত্তনাদ জানে শুধু পরিহাস করতে ,জানে শুধু অন্যের সুখে নিজের দু:খ খুঁজতে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

মীর সাজ্জাদ বলেছেন: বেশ ভালো লাগলো। সুখ যদি মন থেকে না আসে টাকাও সে সুখ আনতে পারে না।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

সাহিনুর বলেছেন: মীর ভাইয়া আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ । ভালো থাকবেন ।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

ওমেরা বলেছেন: আপনার কবিতা পড়ে তো আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আপনি তো অনেক ভালো লিখেন । অনেক ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

সাহিনুর বলেছেন: ওমেরা ভাইয়া আপনার মন্তব্য টি পড়ে অনেক শান্তি পেলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো । ভালো থাকবেন আপনি ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: কিছু বানান গুলি মনে হয় ঠিক করতে হবাে যদি ইচ্ছে করে ব্যবহার না করে থাকেন, ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

সাহিনুর বলেছেন: আমি অবশ্যই বানান টিক করবো দয়া করে সেটা যদি আমাকে বলে দেন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০

সাহিনুর বলেছেন: আপনাকে ভাইয়া একরাশ প্রাণ ভর্তি ধন্যবাদ রইলো । ভালো থাকবেন ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: খুব সুন্দর কবিতা, মনকে ভাবনায় ফেলে।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সাহিনুর বলেছেন: কবিতা টি পাট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.