![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
বছর সাতেক সেই মেয়েটি স্টেশনে রয়
স্টেশনে গেলে সে ছুটে কাছে যায় ।
সেই মেয়েটি ক্ষুধার্থ পেটে -করুন চাহনি চোখে
দুহাত বাড়িয়ে বলে -দাদা ! দাও না কিছু টাকা ।
সারাদিন না খেয়ে রয় - মিছে নয় এ কথা ।
হালকা হেসে মুচকি ভাবে - বলি আমি তারে
এমন করে মিথ্যে ছলে - মনটা কি আর টলে ।
কথা শুনেই সেই মেয়েটি - মাথা নিচু করে
কাঁদো কাঁদো গলায় - আবার নতুন করে বলে ।
দাদা ! দাও কিছু টাকা
সারাদিন না খেয়ে রয় - মিছে নয় গো এ কথা ।
পকেট থেকে কিছু টাকা দিলাম আমি তারে
অমনি মুখে ফুটলো হাসি - করুন চাহনি তলে ।
এক ছুটে সে লাফিয়ে চলে - আবার অন্য কারো ধরে
ছটফটে সেই ছোট্ট মেয়ে-এখন স্টেশনে সে ভিক্ষা করে ।
সেই মেয়েটির দিন চারেক - কোনো খবর নাই
লোকে বলে ঘুরতে গেছে - পয়সা হয়েছে তাই ।
সপ্তা খানেক বাদে ঘন্ধ আসে নাকে
নিথর দেহ সেই মেয়েটির - রেলের কামরায় পড়ে থাকে ।
খাবার লোভে সেই মেয়েটি - গিয়েছিল কামরায়
মানবরূপী পশুর কাছে - তাহার দেহ খাবার মনে হয় ।
নিষ্পাপ কমল দেহ - হয়েছে ছিন্নভিন্ন
মিটলে আয়েশ তারপরেতে মিটেছে তার চিহ্ন ।
বছর সাতেক সেই মেয়েটি আজ স্টেশানেতে নয়
মরা পচা গন্ধ দেহ ছবি হয়ে -খবরের কাগজে পরে রয় .....!
বি :দ্র :- আমরা আর কবে মানুষ হবো....? আমরা আর কবে শিখবো নিজের নয় অন্যের মুখে ফুটাতে হাসি ???
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
সাহিনুর বলেছেন: ভাইয়া এমন কবিতা লিখতে খুব কষ্ট হয় তবুও লিখতে হয়। আপনাকে ধন্যবাদ ভাইয়া সময় করে মন্তব্য করার জন্য ।
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি বেশ ভালো হয়েছে। তবে চলমান সমাজে আমরা প্রায়ই এরকম কাউকে না কাউকে হারাচ্ছি এহেন পশুদের তাণ্ডবে ।
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
সাহিনুর বলেছেন: স্যার আমরা কি কিছুই করতে পারবোনা ? সময় করে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ ।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: আরে মিয়া কবিতা আপাতত বন্ধ করেন।
কয়দিন পর নির্বাচন। নমিনেশন ফর্ম বিক্রি শুরু হয়ে গেছে।
অথর্ব নেতা এসেছেন নেতৃত্ব দিতে।
ওনারা কাঁপাবেন মাঠ
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সাহিনুর বলেছেন: হাহাহাহাহাহাহ রাজীব ভাইযা- যারা বোঝে না ওরা শুধু সেখানে কাঁপাবে আর এখানে তো আমরা কাঁপাব । বাংলাদেশে তাহলে লড়াই শুরু হয়ে গেছে বুঝি ।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের পশুত্বকে আমরা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার করুণ ছবি আপনার এই কবিতা। এমনটি আরো হোক আমরা চাই না।
কবিতায় ভালোলাগা
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সাহিনুর বলেছেন: সেটা যদি সবাই বুঝতো তাহলে দুনিয়াটা কতই না সুন্দর হত । ধন্যবাদ ভাইয়া ।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
এটা কি আসল ঘটনা? ঘটনা হলে, আপনি সেটাকে গদ্যে লিখুন
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সাহিনুর বলেছেন: না, তবে এমন ঘটনা তো ঘটছে আমাদের দেশে । সেটা ভেবেই কল্পনা করে লিখেছি । আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে । ধন্যবাদ আপনাকে ।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
হাবিব বলেছেন: কবিতায়+++
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সাহিনুর বলেছেন: আমি আজ সত্যি ধন্য ভাইয়া। আপনাদের মতো গুনিমানি লোক আজ আমার ব্লগে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আরোগ্য বলেছেন: হৃদয়বিদারক কবিতা। অনেক ভালো হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সাহিনুর বলেছেন: আপনার মূল্যবান সময় বার করে মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বিষয়টি ভালো। মর্মান্তিক।
সত্য হলে মামলা হয়েছে কিনা?
শুভকামনা।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
সাহিনুর বলেছেন: আমাদের দেশে কাল ও একটি চার বছরের বাচ্চা ধর্ষণ এবং খুন হয়েছে । আর এটা আমার কল্পনা করে লেখা । আপনার সাথে সোশ্যাল মিডিয়া যুক্ত হয়ে খুব ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় করে পড়ার জন্য ।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: করুণ কবিতা
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০
সাহিনুর বলেছেন: আমাদের সমাজের চিত্র টা এর থেকেও আরো বেশি করুন । সময় পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া ।
১০| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পদ্যটি ভাল লেগেছে!
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় করে পড়ে মন্তব্য করার জন্য ।
১১| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
নীল আকাশ বলেছেন: কবিতা টা ভালো লেগেছে। তবে মাঝখানে হাইফেন দেয়াতে যেন কেমন কেমন লাগছে.......আপনি ব্লগে ভালো ভালো কিছু কবির লেখা পড়ুন। সম্ভবত বিরাম চিহ্ন নিয়ে আপনাকে কাজ করতে হবে.......
আপনার জন্য শুভ কামনা রইল!
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
সাহিনুর বলেছেন: ভাইয়া আমি যখন কবিতা লিখি তখন সেটা সাথে সাথে অনেক বার আবৃতি করি ,,, আর তাতে কোথায় একটু টান করে বলতে হবে কোথায় থামতে হবে এইসব বোঝানোর জন্যই আমি ওই হাইপেন গুলো ব্যবহার করি । আমি আমার কবিতা গুলো সবাই আবৃতি করে পড়ুক। আপনার কথা আমি মনে রাখবো ভাইয়া । বড় হয়ে ভুল টা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
১২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
নীল আকাশ বলেছেন: ড্যাস (-): যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন- তোমরা দরিদ্রের উপকার কর- এতে তোমাদের সম্মান যাবে না- বাড়বে। কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ড্যাশ চিহ্ন বসে, গল্পে উপন্যাসে প্রসঙ্গের পরিবর্তন বা ব্যাখ্যায় ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, নাটক বা গল্প-উপন্যাসে সংলাপের আগেও ড্যাশ চিহ্ন বসে।
http://www.edpdbd.org/uap/bangla/বিরাম-চিহ্ন-বা-যতি-চিহ্ন-বা-ছেদ-চিহ্ন
https://bn.wikipedia.org/wiki/যতিচিহ্ন
কষ্ট করে একটু পড়ে দেখবেন.......।
ধন্যবাদ আপনাকে.......।
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
সাহিনুর বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি এটা পরবো ।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলেই আপনার লেখা সেরা কবিতা মনে হচ্ছে । সময়ের এবং বাস্তবতা সব কিছু মিশ্রন ।
চালিয়ে যান ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সাহিনুর বলেছেন: অপু দ্যা গ্রেট ভাইয়া আমি সব সময় আমার কবিতার মাধ্যমে সমাজের কিছু চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি । আপনাকে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ । ভালো থাকবেন ।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭
নীল আকাশ বলেছেন: আপনার এই কবিতার থীম খুব টাচিং, কবিতা টাও দারুন। আমার মনে হয়েছে, তাই আগ বাড়িয়ে সাহায্য করলাম। পরে মনে হলো, আপনি আবার মাইন্ড করেননি তো? আমি কিন্তু অনেক কষ্ট করে লিংক গুলি বের করেছি আপনার জন্য। কিছুটাও যদি শিখতে পারেন সেটাও আপনারই লাভ।
নিশ্চয়ই আপনার সাথে খুব শিঘ্রই দেখা হবে ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন।
শুভ কামনা রইল!
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
সাহিনুর বলেছেন: রাগ করার তো কোনো প্রশ্নই আসে আপনি ভুল ধরেছেন বলেই তো ভবিষ্যতে আর ভুল করবো না । আপনি আমাকে আরো মজবুত বানিয়েছেন । আপনার প্রতি আমি কৃতজ্ঞ ভাইয়া । আশা করি এভাবেই পাশে থাকবেন । আমি আপনার কষ্ট বৃথা যেতে দেবো না এটুকু আশা দিতে পারি ।
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বেদনাদায়ক একটি কবিতা। তবে এর মাঝে লুকিয়ে আছে সমাজের একটি করুণ বাস্তব চিত্র। আপনাকে ধন্যবাদ।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
সাহিনুর বলেছেন: ফারিয়া জী অনেক দিন বাদে খুঁজে পেলেন আমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভাবে আশা করি গ্রহন করবেন । সামনে আমার পরীক্ষা আছে , দোয়া করবেন আর ভালো থাকবেন ।
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: এই ধরনের ঘটনাগুলো বরাবরই মনকে ভীষণ কষ্ট দিয়ে যায়। আপনার লিখার অভিব্যক্তি অসাধারণ মনে হয়েছে। আগামীতে আরো লিখা চাই "কবি" সাহেব। ভালো থাকুন সব সময়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০১
সাহিনুর বলেছেন: আহ ! আজ যেনো মনের কোথাও একটি শান্তি গাছ রোপন হলো , সেই গাছটি হবে বিকশিত তোমার দেওয়া আশির্বাদে ভাইয়া । আগামীতে খুব ভালো কিছু লেখার চেষ্টা করবো । আপনিও ভালো থাকবেন ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০
মাহমুদুর রহমান বলেছেন: আপনার কবিতার আলোকে এক করুন বাস্তবতা ফুটে উঠেছে।