নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

বোকা মানুষ

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯



রাজনৈতিক বাবুর গলায় আজ অন্য রকম সূর
আমরাও জিতলে মারব ওদের - খুলবো দেহের চামড়া ।
কথায় কথায় উত্তেজিত বোকা মানুষের দোল
সব কিছু ভুলে ছোটে শুধু তাদের পিছুতল ।
হঠাৎ একদিন রাজপথেতে উটলো ভীষণ দমকা হওয়া
রাজনৈতিক বাবুর কথায় উত্তেজিত আমজনতা ,
সব ভুলে তারা সামনে এগোই ...
খানিক বাদে রাজপথ আমার রক্ত তাহার লাল পরিচয় ।

তাদের মাঝেই লুটিয়েছিল রহিম মিয়ার দেহ
খানিক বাদে পুলিশ গেল - ক্যামেরার সামনে গেল বাবু ।
সবার পিছু থেকে সামনে এসে মাইক হাতে বাবু আমার
আবার উটলো বলে ...
আমরাও জিতলে মারব ওদের - খুলবো দেহের চামড়া ।

হাজার দুয়েক লোক জমেছে রহিম মিয়ার বাড়ি
সকাল থেকে বিষন্নতা দু:ক্ষ হয়েছে ভারী
লাশ হয়ে ফিরছে তিনি পুলিশ ভ্যানে করে ।
ভিড়ের মাঝে ব্যস্ত উনি হাজার প্রশ্ন করে
কখন তিনি বেরিয়েছিল - তখন কিছু বলেছিল ?
কোন দলের সঙ্গী ছিলো - কোন দোল তাকে টাকার প্রতিশ্রুতি দিলো ?
এমন ভাবেই নির্মমতা উত্তর খোঁজে বিষন্নতার পরিহাসে !


ধন্যবাদ


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল কবিতা।

বাস্তব কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

সাহিনুর বলেছেন: পরীক্ষার শেষে ফিরে আপনার মন্তব্য পেয়ে রীতিমতো আনন্দিত আমি । আপনাকে জানায় আন্তরিক ধন্যবাদ ভাইয়া ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সাহিনুর বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.