![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
হয়তো আমি সেই ছেলেটি
যে আপন তরে খুঁজে বেড়ায় সেই তোমারে ।
হয়তো আমি সেই ছেলেটি
যে ঊদাস বাউল এক তারের টানে তোমার ঘরে ।
হয়তো আমি সেই ছেলেটি
যে টেউয়ের মাঝে উতাল তরী
মৃত্যের ভয়ে বিষণ কান্না করি ।
হয়তো আমি সেই ছেলেটি
যে দিশেহারা যার চাওয়া-পাওয়া গুলো শৃখল পরা।
হয়তো আমি সেই ছেলেটি
যে সবার কাছে অচেনা এক ভবঘুরে ।
হয়তো আমি সেই ছেলেটি
এ সমাজ যারে ভৃত বলে ।
হয়তো আমি সেই ছেলেটি
এ সমাজ যারে ঘৃনা করে ।
হয়তো আমি সেই ছেলেটি
যে বদ্ধ ঘরে তামাক-ধোঁয়ায় গুমরে মরে ।
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো ভাইয়া। ভালো থাকবেন ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া ধন্যবাদ সময় করে লেখাটি পড়ার জন্য।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর। এতগুলো ইমুজি ব্যবহার করার কোন মানে হয় না। যাকগে, সে আপনার ইচ্ছে।
শুভকামনা আপনার জন্য...
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া। পরবর্তিতে এটা খেয়াল রাখবো । ভুল টা ধরিয়ে দিলেন তার জন্য আবারও ধন্যবাদ ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
হাবিব বলেছেন: সুন্দর কবিতা
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২
সাহিনুর বলেছেন: হাবিব স্যার আপনার মন্তব্য পেয়ে খুব আনন্দ অনুভব হচ্ছে । অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
নষ্টজীবন® বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতার কথামালায়