নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

আমি সেই মেয়ে

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮


আমি সেই মেয়ে ..
যার আগমনের বার্তায় বিষন্ন এ সমাজ !
আমি সেই মেয়ে ..
যার জন্ম হওয়ার সাথে সাথে,
মায়ের কোল নয় ডাস্টবিন হয় আশ্রয় !
হ্যাঁ, আমি সেই মেয়ে ..
যে ঠাকুমা-বাবার অপ্রত্যাশিত ফল ,
যে মায়ের কষ্টে ঝরা চোখের জল ।
আমি সেই মেয়ে ..
যার দেখে পিতার কপালে পরে ভাঁজ ,
মেয়ের গায়ের রং কালো একি সর্বনাশ !

হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে ..
যার রূপ নামক সাদা চামড়া নেই ,
যার নিজের ইচ্ছা প্রকাশ করতে নেই ।
হ্যাঁ, আমি সেই মেয়ে ..
চিন্তায় যার বাবার রাতে ঘুম নেই ,
বিয়ে দিয়ে কি করে করবে বিদায় !
আমি সেই মেয়ে ..
যার গুন নয় রূপ দেখা যায় ,
কালো চামড়ার নিচে ,
যার সব সত্তা চাপা পরে রয় !
আমি সেই মেয়ে ..
যে পুতুল ন্যায় চলবে পুরুষত্বের ইশারায় !




প্রথমে আমি জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিনাঙ্ক নাট্যগোষ্টিকে , কারণ আমার এই কবিতা টি লেখার পিছনে তাদের সব চাইতে বড় বেশি অবদান , তাহাদের ''অন্ধকার থেকে '' নাটক টি দেখে আমার মনে এই কবিতাটি লেখার প্রবল ইচ্ছা জাগে তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ ।
কবিতাটি আপডেট করা হইলো ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


আরো নাটক দেখেন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

সাহিনুর বলেছেন: ভাইয়া রবি ঠাকুরের শান্তিনিকেতন এইসবের জন্যই বিশ্বখ্যাত। হ্যাঁ আজও যাবো ।আজ সন্ধ্যা ৬ থেকে আছে শ্রুতি নাটক '' নষ্টচাঁদ ''
তারপর আছে ''সম্পর্ক '' পরিবেশনায় কালিন্দী নাট্যগোষ্টি । ধন্যবাদ ভাইয়া ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন সাবজেক্টে এমএসসি করেছেন?

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

সাহিনুর বলেছেন: ভাইয়া আমি Anthropology তে msc সম্পূর্ণ করেছি ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

নীল আকাশ বলেছেন: সাহিনুর,
কেমন আছেন আপনি? অনেক, অনেক দিন পরে আপনার লেখা আবার পড়লাম। কবিতার বিষয় বস্তু খুব ভালো হয়েছে। লেখাটা এভাবে ছবি না দিয়ে কি সবার মতো লিখে দেয়া যেত না? সফট কপি তো আপনার কাছে আছেই।

আপনাকে বানান নিয়ে আগে একবার কাজ করতে বলেছিলাম। আর বলেছিলাম বিরাম চিহ্ন নিয়ে কাজ করতে। কয়েকটা বানান ভুল হয়েছে, যেমন: অপত্যাশিত নয় অপ্রত্যাশিত হবে! আবার আমি সেই মেয়ে না লিখে যদি লিখতেন - আমি সেই মেয়ে! তাহলে কেমন হতো, বলুন!

যার দেখে পিতার কপালে পরে ভাজ হবে? না, যাকে দেখে পিতার কপালে পড়ে ভাঁজ হবে? ভেবে দেখুন?
ভালো থাকুন আর এই রকম চমৎকার সব লেখা আমাদের উপহার দিন।
শুভ কামনা রইল!

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

সাহিনুর বলেছেন: ভাইয়া আপনি আমাকে এমন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বুঝান যে আমি কি বলবো বুঝে উটতে পারিনা প্রকৃতপক্ষে আপনার মতো প্রতিভাবান মানুষের মরামর্শ পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে । আমি খুবই দুঃক্ষিত ভাইয়া তার জন্য যে আমার কিছু সহজ বানান ভুল হয়েছে ভবিষ্যতে আমি এ দিকে খুবই খেয়াল রাখবো ।
আর আমি বিরাম চিহ্ন নিয়ে ও সতর্ক থাকবো ।
আমার এগিয়ে চলার পথে আপনার মন্তব্য গুলো খুব গুরুতপুর্ন্য ।
আপনার জন্য ও রইলো শুভ কামনা ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.