নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

আমি রোজ স্বপ্ন দেখি!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১



আমি রোজ স্বপ্ন দেখ
সবুজ-শ্যামল ক্ষেতের ধার দিয়ে হাঁটি
সেই সবুজের বুকে আবার কেন রক্ত দিয়ে আঁকি ?
আমি রোজ স্বপ্ন দেখি
আমি তোমার ছবি আঁকি,সাথে সাদা-কালো নীল্-সবুজ রং রাখি
দিন শেষে তবে কেন লাল রং গায়ে মাখি ?
আমি রোজ স্বপ্ন দেখি
খুব যত্ন করে দেশের স্মৃতি রাখি
তবে কেন সেই স্মৃতির মাঝে শত ক্ষত চিহ্ন দেখি ?
আমি রোজ স্বপ্ন দেখি
আমার ভায়ের সাথে খেলতে থাকি
তবে কেন সেই ভায়ের রক্তই একদিন আমি হাতে মাখি ?
আমি রোজ স্বপ্ন দেখি
আমি মনের একপাশে আমার মায়ের ছবি রাখি
তার পরেও কেন আমি আমার মায়ের চোখে জল দেখি ?
আমি রোজ স্বপ্ন দেখি
আমি নতুন ভাবে গড়ব আমার দেশ
কিন্তু নাডুবাবুদের আবির্ভাব করলো সে সব শেষ !
আমি রোজ স্বপ্ন দেখি
মানুষের মতো মানুষ হয়ে সবার সাথে থাকি
তবে কেন সেই মানুষের রক্ত গায়ে মাখি ?
আমি রোজ স্বপ্ন দেখি
আমি সবাইকে আজ অন্য চোখে দেখি
নিজেকে সবার উপরে রাখি
আবার দিন শেষে ভালো মানুষের তকমা গায়ে মাখি!




ছোট থেকে আমরা সবাই অনেক অনেক স্বপ্ন দেখি , বড় হয়ে সেই সব স্বপ্ন যে আমরা কোথায় রাখি ?
হয়তো ফেলে আসি সেই সব স্বপ্ন, রেখে আসা ছোট বেলার স্মৃতির মাঝে ,তা না হলে এমন কেন হবে ?
আমি বড় হয়ে ভায়ের রক্ত হাতে মাখি , মা কে দেই ফাঁকি , টাকার মাঝেই সব কিছু দেখি !
রাজনীতিবিদের নোংরা রাজনীতিতে প্রাণ হারায় শত মানুষ | কবে বদলাবে এই সমাজের চিন্তাভাবনা তার প্রতিক্ষায় থাকবো আমরা সবাই আশা করি |

ধন্যবাদ সবাইকে
ভালো থাকবেন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

মেঘলামানুষ বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় করে কবিতাটি পড়ার জন্য । ভালো থাকবেন ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আজ আপনাকে দেখলাম প্রথম বার। আপনার সুস্থ্য শরীর কামনা করি । ধন্যবাদ ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্বপ্ন দেখা কবিতা ভালো লাগলো।:)

আমরা বড় হয়ে মা কে ফাঁকি দেয়া, টাকার মাঝেই সব কিছু দেখা বন্ধ করি..

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

সাহিনুর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.