![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
তোমাকে দেখে লেগেছিল ভালো
সেই ভালো আমার মনটা ছুঁয়ে গেল ।
তবে আমি ভাবিনি কোনো এক দিন
তোমার কথায় আমি খুঁজে পাবো আমার কবিতার জীর্ণ লাইন ।
তোমার রূপ আছে বলে দেখতে বলো না..
সেতো রূপ নয় কুৎসিত ছলনা ..
তুমি অহংকারী তোমার রূপ আমার চোখে পরে না ।
তুমি বুদ্ধিমতি আমার ভালোবাসার মাঝে হিসাব খুঁজো না ..
আমি তোমায় ভালোবাসার মাঝে নোংরা স্বার্থ খুঁজতে দেব না ।
তোমার ভালোবাসা আজ নিলাম হাঁটে-বাজারে
আমাকে দর কষতে বলো না ..
আমি লাইন এ দাঁড়িয়ে তোমার ভালোবাসা নেব না ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২
সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
নীল আকাশ বলেছেন: কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
সাহিনুর বলেছেন: নীল্ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। দিন দিন ভাইয়া কেমন যেন একটা হয়ে যাচ্ছে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।