নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

\'\'আর কতো কাঁদবে আমার মা\'\'

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯


আমি বীর যোদ্ধা
আমায় তোমরা শ্রদ্ধা করো !
ভালোবাসা দেখিয়ে আবার
তোমরাই আমাকে মারতে পারো !
ঘরের ভিতর চিৎকার তোমাদের -
গলায় আওয়াজ শুধু যুদ্ধ চাই ,
সেই যুদ্ধে আমার প্রাণটি গেলেও
কোনো আফসোস যেন না হয়।
আমি তোমাদের ভালোবেসে -
ওগো আমার প্রাণটি দিতে চাই !
শুধু একটি নিবেদন তোমাদের কাছে ভাই ..
আমার জীবন নিয়ে তোমরা খেলতে পারো
আমার মায়ের কষ্ট নিয়ে নয় !
তোমরা শুধু প্রতিবাদ করো আর আমরা যুদ্ধে যায় ,
তোমরা কি একটুও খেয়াল করো ?
আমার ছোট্ট খুকিটি ঘরের ক্ষণে
তার বাপের প্রতিক্ষায় রয় !
জানি আমায় নিয়ে ক্ষেপবে তোমরা
এবার জ্বালাবে সব কিছু ,
মুখে মুখে আমার নাম জানি ভুলবে না তোমরা কিছু !
শুধু একটি নিবেদন তোমাদের কাছে ভাই ..
আমার জীবন নিয়ে তোমরা খেলতে পারো
আমার মায়ের কষ্ট নিয়ে নয় !
শুধু একটি নিবেদন তোমাদের কাছে আমার ভাই ..
আমার মাকে বলে দিও ...
আমি ভালো আছি - উনি কষ্ট যেনো না পাই !

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুবই ভাল লিখেছেন +++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

সাহিনুর বলেছেন: মেহেদী ভাই খবরটি পরে আজ মনটি খুবই ভারাক্লান্ত বিষন্নতায় ভরা । ''যুদ্ধ নয় শান্তি চাই ''এই কথাটি যেনো বাস্তবতা পায় ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: এই উপমহাদেশে এখন যুদ্ধ মোটেও ভালো কিছু বয়ে আনবেনা। জ্ঞান হওয়ার পর থেকে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি একটা সহানুভূতি বরাবরই কাজ করেছে। ঠিক তেমনি কিছু কিছু সময় আবার ভারতের প্রতি চরম বিদ্বেষও কাজ করেছে। পাকিস্তানের প্রতি ঘৃণা সারাজীবনই ছিলো আর থাকবে। তারপরেও বলবো এই প্রথম আমার পাকিস্তানী নেতৃত্বের প্রতি শুভ কামনা জাগছে শুধুমাত্র ইমরান খান-এর নেতৃত্বের জন্য। পাকিস্তানের জঙ্গীবাদী সমস্যাগুলো একদিনে সমাধান হবে না। এর জন্য দেশটিকে সময় দিতে হবে। পূর্ববর্তী পাকিস্তানী নেতৃত্বের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ কাজ করেনি। ইমরানের অনেকগুলো বক্তব্য আমি শুনেছি আর শুনে আসছি অনেকদিন থেকেই। আমার কাছে মনে হয়েছে উনি সত্যিকার অর্থে শান্তি চান। ভারতের ক্ষেত্রে অবস্থা হয়েছে উল্টো। এই প্রথম মোদী সরকারকে দেখে আমার মনে হয়েছে ভারত জাতীয়তাবাদের দোহাই দিয়ে উগ্র রাষ্ট্রে পরিণত হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ভাবনা। বরাবরের মতোই বলবো, দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরে আসুক। ভারত পাকিস্তান তাদের সমস্যাগুলো আলোচনার টেবিলে সমাধান করুক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

সাহিনুর বলেছেন: ইফতেখার ভাইয়া আমিও ইমরান খান এর দুটো ভাষণ শুনেছি এবং খুবই ভালো লেগেছে এটা শুনে যে , উনি শান্তি চান কিন্তু পুল্বামা হামলার পর থেকে আমাদের দেশে প্রায় সব শ্রেনীর মানুষ বদলা চাই , বলদ চাই করে সরকার এর উপর চাপ সৃষ্টি করছে , আর মোদী এই সময়টাকে কাজে লাগিয়ে ২০১৯ সালে আবার সরকার করার চেষ্টা করছে ।
যাদের জীবন যাচ্ছে তারাই বোঝে যুদ্ধ আসলে কি জিনিস আর বাদবাকি মানুষ তো শুধুই মুখে সহানভুতি আর গলায় চিৎকার বলদ চাই , এই ছাড়া আর এদের মনে হয় না কোনো কাজ আছে ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মন্তব্য দেওয়ার জন্য ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে। তেজ আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া মন টা কয়েক দিন থেকে খুবই য়ান্তনায় আছে এই ভেবে যে ওনার মনে এখন কি চলছে । ওনার মা এইসব কি করে সর্হ্য করবে , এইসব ভেবে মনটি খুবই বিচলিত আজ ।
ধন্যবাদ ভাইয়া ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সাহিনুর, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম বলে আবারও আসতে হলো। আপনার লিখা আমার ভালো লেগেছে। সামুতে স্বল্প সময়ে বেশ কিছু লিখা লিখেছেন দেখে ভালো লাগলো। হাত খুলে লিখে যান। সময় করে আপানার বাকি লিখাগুলোও পড়ার ইচ্ছে রইল। সামুতে স্বাগতম। ভালো আর সুস্থ থাকুন এই প্রত্যাশাই করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২২

সাহিনুর বলেছেন: ইফতিখার ভাইয়া, আমি এইসব এ এতটাই বিচলিত যে প্রথমে মেহেদী ভাই কে ধন্যবাদ বলতেই ভুলেগিয়েছি, তার জন্য উনি যেন ক্ষমার দৃষ্টিতে মাফ করে দেন ।
ভাইয়া আপনার মতামত আমাকে অনেক অনুপ্রেয়না যুগাবে । আপনাকেও আবার ও আন্তরিক ধন্যবাদ । আর আল্লাহ কাছে প্রাথনা করবেন যেন সবার সুবুদ্ধি দান করেন ।
আপনারও সুস্বাস্থ্য কামনা করি ।
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.