![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
যখন গুটিগুটি পায়ে হাঁটতে শিখেছি সমাজের এ তীরে ,
তখন হাতটি তোমার দিয়েছো বাড়িয়ে মোরে ।
তখন থেকেই স্বপ্ন দেখি , সেই স্বপ্নকে রাংঙ্গীযেছো তুমি ।
স্বপ্ন দেখতে দেখতে ভয় পেয়েছি অনেক বার - অনুপ্রেনায় তুমি পাশে ততবার ।
এখানেই প্রথম যুক্তি দিয়ে ভাবা আবার এখানেই ডানা মেলে উড়ে যাওয়া ,
আবার এই মাটির বুকেই তোমার কাছে বাস্তবতা শিক্ষা ।
সেই বাস্তবতার টানে তোমাকে ছেড়ে আজ অন্য খানে ,
তোমার দীক্ষায় এগিয়ে চলা তোমার দেওয়া মনোবলে !
মাঝে একান্ত কিছু সময় স্মৃতির ভিরে তোমায় খোঁজা ..
তাই হাজার বাস্ততার মাঝে সময় পেলেই তোমার কাছে আবার নতুন করে আসা ।
আবার নতুন করে পুরানোর মাঝে তোমাকে নতুন করে খুঁজে পাওয়া,
পুরানো হলেও তাই আবার ফিরে আসা তোমায় ভালোবাসা !
০১ লা মার্চ, ২০১৯ সকাল ১১:১৪
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর ।
৩| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৯ রাত ২:২৪
হাসাস হোসেন বলেছেন: খারাপ নহে