নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

;; চল বৃষ্টি চল তোকে নিয়ে যায় এক অন্য দেশে;;

১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫



চল বৃষ্টি চল
তোকে নিয়ে যায় এক অন্য দেশে ;
যেখানে সবাই তোকে পাগলের মতো খোঁজে !
যেখানে বার বার তোকে আসতে দেখে
কেউ বিরক্ত হবে না !
যেখানে তোকে সবাই ভাসবে ভালো ;
চল যায় চলে
তোকে নিয়ে সেই খানে !

আর আসিছ না ফিরে এ বদ্ধ ঘরে ;
যেখানে সবাই তোকে ঘৃনা করে !
কেনো আসিছ তবুও ফিরে
বার বার একই ঘরে ?
চল তোকে নিয়ে যায় এক অন্য ঘরে !
যেখানে তুই হবি সবার কাছে পরশ মনি
ভালবাসায় অনেক দামী ....

ও বৃষ্টি তুই ভাবিস না - আর ফিরে আসিছ না !
কেনো অবুঝের মতো -আসিছ ফিরে তবুও এ ঘরে ??
বুঝিছ না তুই --
রাগ - অভিমান কি রাখিস না তুই ?
কেন বুঝিস না এরা তোকে আর ভালবাসে না !

চল যাবো চলে
যেখানে তোর প্রতিক্ষায় হাজারও ফুল ফোঁটে !
পাখিরা করুন সুরে - শুধু তোকে ডাকে !
যেখানে তোর অভাবে সব হাহাকার করে ....

যেখানে আছে সুধু বালি আর বালি ..
এক ফুটা বৃষ্টি নেই ..
জলে ভিজা মাটির গন্ধ নেই ..
যেখানে একটিও ফুল ফোঁটে নি কখনো ..
যেখানে তোর অভাবে জীবন তাই পরিহাস তুচ্ছ মনে হই !
চল
তোকে
নিয়ে
যাবো
সেই দেশে !!

কেনো থাকবি এ স্বার্থ সিদ্ধি মানুসের সংসারে ..
যারা তোকে জানায় শুধু --ঘৃনা আর ধিক্কারে
কেন আসিছ ফিরে - বারে বারে এ ঘরে ;

বলি ! ও কালোমুখো অলক্ষী বৃষ্টির জল ..
তোকে নিয়ে পারে না আর বৈতে এ সমাজের হাল !

ওরে.. ওরা বোঝে না !
তাই তো তোর অপূর্ব রূপ কোনদিন দেখেনি !
ওরা শুধু জানে স্বার্থের অঙ্কটা ..
যা কোনদিনই সুখের প্রতিক হতে পারেনা !!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৩

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বেশ ভাল লেগেছে।

১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৩

সাহিনুর বলেছেন: আকতার ভাইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

২| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালা, কবিতায় মুগ্ধতা

১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

সাহিনুর বলেছেন: খুবই খুশি নয়ন ভাইয়া আপনার মন্তব্য পেয়ে। আপনার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন ।

৩| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: স্বার্থপর মানুষগুলো প্রচন্ড আস্থাহীনতায় ভোগে।

১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সাহিনুর বলেছেন: রহমান ভাইয়া খুব ই খারাপ লাগে যে, যখন আমরা এমন ভাবে সব কিছু স্বার্থপর এর চোখে দেখি । আপনাকে ধন্যবাদ ভাইয়া ।

৪| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫০

সাহিনুর বলেছেন: যাক বাঁচা গেলো আপনার কাছ থেকে ছার পত্র পেয়েছি। কিন্তু ভাইয়া স্যামুর বর্তমান যা অবস্থা তাতে তো ভয়ে আছি ।
ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.