নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

বেদনা

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২২



আমার দেহেও বয়ছে
লাল রক্তের স্রোত ।
আমার নিশ্বাসেও আছে
বেঁচে থাকার রসদ ।
আমাকে তোমরা মানুষ
বলে ডাকতে পারো ।
তবে তোমরা যে মেতেছো
খেলায়, তাতে তোমাদের
মানুষ নয় হিংস্র পশু মনে হয় ।

যদি ধর্মের নামে আমার বাঁচার
অধিকার ক্ষুন্ন করো
তবে হুশিয়ার তোমাদের কে
এই নিস্পাপ হাত ও রাংবে
একদিন তোমার লাল রক্তে ।

মুসলিম কিংবা হিন্দু নয়,
সে মানুষ হয়েই জন্ম নেই ,
তাহলে কোথায় তোমার জ্বলে,
যে আগুন নেভাতে এত রক্ত ঝরে ।
জেনে রেখো আমার দেহেও
বয়ছে লাল রক্তের স্রোত ।
আজ আমারও রক্তের বিন্দুতে
বিন্দুতে জমছে ক্রোধ ।
আজ যদি শান্ত মন জেগে
ওটে ক্ষিপ্ততায়, মনে রেখো
সেই ক্ষিপ্ততায়ই মাখবে রক্ত
তাজা তাজা তোমার লাল রক্ত ।

আজ তুমি শক্তিশালী বলে
দিচ্ছো আমায় যন্ত্রণা
হুশিয়ার তোমাদের কে
মনে রেখো,তুমিও একদিন
হবে দুর্বল,শিখে রেখো
যন্ত্রণা সর্হ্য করার মন্ত্রণা ।
যদি কোনো দিন প্রকৃত
শিক্ষায় দীক্ষিত হতে পারো,
তবে বুঝে যাবে আমার কবিতায়
হিংস্রতা নয় বেদনা ছিল ।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আহা !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.