নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

আমায় এমন একটি ধর্ম পারলে দিও

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১২:১০

তুমি ধার্মিক তোমার জ্ঞাত ছড়িয়ে ধর্মের সর্বত্র ।
তুমি আমাকে কিছুটা ধর্ম দিও বেঁচে থাকার জন্য ।
যে ধর্মে নারীত্ব পাপ নয় তাকে বেঁচে থাকতে দেয় ।
যে ধর্মে বদ্ধতা নয় স্বাধীন ভাবে বাঁচতে দেয় ..।
টিক তেমন একটি ধর্ম দিও তুমি আমায় ...,
যে ধর্মে বেঁচে থাকতে পারবো যতদিন না মরবো।
যে ধর্মে মিটাতে পারবো ক্ষুধার অসর্হ্য যন্ত্রনা ...।
যে ধর্মে প্রতিনিয়ত মুর্ত্যুর ভয়ে আমাকে বাঁচতে হবে না,
টিক তেমন একটি ধর্ম দিও...
যে ধর্মে আমি, শুধু আমিই সর্বত্র বেঁচে থাকবো ।
টিক তেমন একটি ধর্ম তুমি আমাকে দিও ।
তুমি ধার্মিক তোমার জ্ঞাত ছড়িয়ে ধর্মের সর্বত্র ।
তুমি আমাকে কিছুটা ধর্ম দিও বেঁচে থাকার জন্য ।
যে ধর্মে মানুষ মানুষের রক্তের পিয়াসী নয়
ভালোবাসা পাওয়ার অক্লান্ত পিয়াসী হয়..,
যে ধর্মে বিদ্বেষ নয় ভালবাসায় গন্য হয়
টিক তেমন একটি ধর্ম দিও তুমি আমায় !
যে ধর্মের অন্ধ ভক্ত হয়ে সারাজীবন শেষে,
শান্তিতে মরতে পারবো আমি, টিক তেমন
একটি ধর্ম তুমি পারলে দিও আমায় ...,
আমি থাকবো তোমার অপেক্ষায় ..
আমি থাকবো তোমার প্রতিক্ষায় ।
...............

কিছু কথা :- তোমার কাছে ধর্ম মানে যদি হিন্দু মুসলিম ইত্যাদি মনে হয় তবে আমার কাছে ধর্ম মানে মানবতা প্রধান মনে হয় ...
তুমি কোন ধর্মের দোহায় দিয়ে নিষ্টুর হয়ে না ...
কোন ধর্মই মানুষকে নিষ্টুর হতে শেখায় না ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া মাঝে মাঝে এই ফেকু ধার্মিক দের মাঝে বুঝে পাই ধর্ম মানেই কি ওরা।
আপনার প্রতি ভালোবাসা রইলো ।
ভালো থাকুন । ধন্যবাদ ।

২| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো চিন্তা। কবিতা ভালো লাগলো।

শুভকামনা রইলো।

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:১২

সাহিনুর বলেছেন: আপনার মতো প্রতিভাবান মানুষ গুলোর কাছ থেকে বাহবা পেয়ে সত্যিই আমারও খুব ভালো লাগছে।
কিন্তু স্যার সত্যি কি আমি এমন একটি ধর্মের খোঁজ পাবো ?
আন্তরিক ধন্যবাদ স্যার ।
ভালো থাকবেন ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাহিনুর ভাই,

প্রতিমন্তব্যের একটু আপত্তি থাকায় আবার কমেন্টে এলাম। প্রথমত আমরা এখানে সবাই সহ ব্লগার। তবে অস্বীকার করবো না যে এখানে অনেক প্রতিভাবান বা গুণী ব্যক্তি আছেন। ব্লগিং এর সৌজন্যে আমরা সেই সমস্ত প্রজ্ঞা ব্যক্তির সংস্পর্শে আসতে পারি। সেগুলি কিছু পোস্ট পড়লেই বোঝা যায় তাদের কগনিটিভ লেভেল। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার বিচক্ষণতায় যে 'প্রতিভাবান' শব্দটি দিয়ে এই বান্দাকে চিহ্নিত করেছেন। আমি তার একেবারেই যোগ্য নই। নিতান্ত সাদামাটা কিম্ভুতকিমাকার একজন ব্যক্তি। সঙ্গে 'স্যার' অভিধায় ভূষিত করায় যারপরনাই বিব্রতবোধ করছি। সম্ভবত আপনার ব্লগে আমি আজ প্রথম এসেছি। আপনিও ইতিপূর্বে কখনো আমার ব্লগে আসেননি। কাজেই আমার ব্লগে আপনার দাওয়াত থাকলো। কিন্তু দয়া করে ঐ সমস্ত অভিধায় ভূষিত করে আমাকে আর লজ্জা দিয়েন না।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৭

সাহিনুর বলেছেন: আপনার কাছ থেকে এমন লোভনীয় দাওয়াত পেয়ে সত্যি খুবই আপ্লূত আমি।
আর আমি দুঃক্ষিত এটা ভবিষ্যতে আর হবে না ।
আপনার জন্য ভালোবাসা রইলো ।
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.