![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
বড়ই অদ্ভুৎ এ জীবন ..
সবাই যখন উপরে উটে
তখন থমকে দেখে মন
আলোবিহীন মানুষ বলে
বিদ্ধ সারাক্ষণ ......।
হয়েছে কি বাপু
থমকে গেছে জীবন আমার
থমকে গেছে গেছে রথ
অবসাদের মাঝে শুধু করছি সংঘাত ।
বড়ই অদ্ভুৎ এ জীবন ..
দুঃখ মনে লুকিয়ে রাখি
সুখটা চোখে লাগিয়ে থাকি
হাসি মুখে মিশতে থাকি,আবার
অবসাদের মাঝে মৃত্যু দেখি ।
টাকা থাকলেই আবার....
নতুন করে সেঁজে উটবে জীবন
আমার মতো পুরনো কে আর
মনে রাখবে ক'জন .....।
কষ্টে আছি তাই লিখছি এমন
ভাববে না তুমি জানি ..
তুমি চলে গেছ ,ফিরবে না
আর কোনদিন এটা মানি...।
এমন করেই থাকব ডুবে
যতো আছে অবসাদ জুড়ে ।
যদি মৃত্যু হয় কোনদিন
তবে দেখে যেও মোরে।
কেমন করে হয়েছে
লাল রক্ত নীল্ ।
কেমন করে সারাশরীর
ছড়িয়ে আছে বিষেদের ঋণ ।
.
.
ছবি -Google
ধন্যবাদ ।
১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৪
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।