![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
এক উন্মুক্ত বাতাস
সবুজে ভরা চারিপাশ
উপরে নীল্ আকাশ
আমার বাংলা হোক শান্তির পূর্বাভাস।
যতই উটুক ঝড়
তাহার মাঝে নেব নিঃশ্বাস..
উৎসবে উঠিবে মেতে
মনের মতো সাঁজিবো সাঁজ।
সবার জীবনে উটুক নতুন সূর্য্যদয় ।
ভালোবাসা থাকুক বা না থাকুক ,,
সখা - সখী
তোমাকে জানায় শুভনববর্ষের প্রীতি
রীতিময় সুখোদয় শুভেচ্ছা ....ইতি ।
কিছু কথা :- পুরনো বলে দিও না ঠেলে ..
নতুন কে নিও পুরনোর কোলে তুলে ।
যারা এই বছরে আমাদের কে ছেড়ে পাঁড়ি দিয়েছে অচিন দেশে, তাদের আত্মার শান্তি কামনা করবো এবং তাদের কথা মনে করে শুরু করবো নতুন দিন ।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৩৯
সাহিনুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া.। শুভ নববর্ষ
২| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৬
আকতার আর হোসাইন বলেছেন: খুব ভাল লাগল।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৪২
সাহিনুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভোনববর্ষ প্রীতি ও শুভেচ্ছা
৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১১
সাহিনুর বলেছেন: শুভনববর্ষ এর প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৫২
মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর!