![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
নয় আমি কোন নারীবিদ্বেষী
নয় আমি কোন পুরুষবাদী
নারী তবুও আমি তোমায় ঘৃনা করি ।
আমার মা ও একজন নারী
আমার বোন ও একজন নারী
সখী,তুমিও তো একজন নারী
তবুও আমি, নারী তোমায় ঘৃনা করি ।
আমি ঘৃনা করি
তোমাদের মানিয়ে নেওয়ার পন্থাকে।
আমি ঘৃনা করি
তোমাদের মুখ বুজে সর্হ্য করা যন্ত্রনাকে ।
আমি ঘৃনা করি
তোমাদের কষ্ট চেপে রাখার প্রবণতাকে ।
কেন তোমরা এমন করে মানিয়ে নাও
কেন তোমরা এমন করে সয়ে যাও সবকিছু
নারী, তোমরা কি পারোনা উঁটে দাঁড়াতে
নারী,তোমরা কি পারো না রুঁখে দাঁড়াতে ।
নুসরাত , আফিসার মতো ,
আমার পাড়ার রিয়ার মতো
যদি অকাল মৃত্যু না চাও ।
তবে উঁটে দাঁড়াও
তবে রুঁখে দাঁড়াও ।
তুমি নারী
তুমি সমাজের নিয়ামক
এই তুমিই যদি পদপিষ্ট হও
সমাজের কষাঘাতে আপনমনে
তবে হ্যাঁ,এই আমিই ঘৃনা করি
নারী, তোমাকে ঘৃনা করি ।
তীব্র বেদনায় তীব্র যন্ত্রনায়
আমি তোমাকে ডাকছি নারী
তুমি পারছো কি শুনতে ,
যদি পাও শুনতে আমার ডাক
তবে তুমি উঁটে দাঁড়াও
তবে তুমি রুঁখে দাঁড়াও ।
যতদিন না তুমি, তোমার বদ্ধ কপাট
স্বপাটে ভাঙ্গছো,রাখছো না হাতে হাত
ততদিন তুমি মরবে
ততদিন তুমি এমন করেই জ্বলবে
আর ততদিনই আমি...
নারী তোমাকে করি ঘৃনা ।
আমি ঘৃনা করি ...
আমি ঘৃনা করি ...
কিছু কথা : যতদিন তোমরা নিজেরাই নিজেদের জন্য পারবে না রুঁখে দাঁড়াতে নারী , ততদিনই তোমরা এমন করেই মরবে , এমন করেই জ্বলবে , এমন করেই পদপিষ্ট হবে মানুষরুপী নরখাদকের পদতলে ।
তোমরা যদি ভেবে থাকো আমরা অন্যের উপর ভরসা রেখে একদিন সব কিছু গুছিয়ে নেব নিজেদের মতো ,তবে জেনে রেখে সে স্বপ্ন কোনদিনই পূর্ণ হওয়ার নয় ।
তুমি নারী আর তোমাকেই লড়তে হবে একদম নিসঙ্গ একা ।
মনে রেখো তুমি নারী , আর তুমিই বুঝবে নারীর কষ্টের দাম ।
কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন ।
আর করো মনে যদি কষ্ট দিয়ে থাকি এই লেখার মাধ্যমে তাহলে আমাকে ক্ষমা করবেন ।
ধন্যবাদ ।
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪২
সাহিনুর বলেছেন: এই সামান্য কিছু লাইন এর মানে বুঝতে পারলেন না,না বুঝার তো কথা নয়। নরখাদক মানে এখানে সেই সমস্ত মানুষ কেই বোঝানো হয়েছে যারা নারীদের উপরে নির্মম অত্যাচার চালায় , গায়ের বলে তাদের কে ভোগ করে ,তাদের পায়ের তলায় পিষে দিতে চাই । আর এটার বিরুদ্ধে যতদিন না রুঁখে দাঁড়াবে ওরা নিজেরাই ততদিন ওদের এই অবস্থার কোন অগ্রগতি নেই ।
আশা করি বুঝতে পেরেছেন ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩২
আকতার আর হোসাইন বলেছেন: আমি কবিতা কম বুজি যদিও কবিতা পড়তে ভালবাসি।
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৪
সাহিনুর বলেছেন: না না, এমন করে বলবেন না,আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: ঘৃণা করা ঠিক না। ক্ষমা করে দিন।
আর তাদের ভালোবাসুন। সম্মান করুন।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৩
সাহিনুর বলেছেন: ওকে আপনি যখন বলছেন তখন দিলাম ক্ষমা করে । ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩০
মাহমুদুর রহমান বলেছেন: নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনকে ঘিরে আছে আতংক।
কারন আমাদের সিস্টেমগুলোই যে নষ্ট।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৫
সাহিনুর বলেছেন: একদম ঠিক ভাইয়া.।সময় করে পড়ে মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ ।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
অজ্ঞ বালক বলেছেন: কবিতার থিমটা ভালো ছিল। পরের লেখাগুলা অপ্রয়োজনীয়। সুন্দর হইসে।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৮
সাহিনুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইয়া মূল্যবান মন্তব্য টি জানানোর জন্য। আপনার কথা মনে রাখবো।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩২
আকতার আর হোসাইন বলেছেন: যতদিন তোমরা নিজেরাই
নিজেদের জন্য পারবে না রুঁখে দাঁড়াতে
নারী , ততদিনই তোমরা এমন করেই মরবে ,
এমন করেই জ্বলবে , এমন করেই পদপিষ্ট হবে
মানুষরুপী নরখাদকের পদতলে ।
এই কথার কি মানে??? জাস্ট লেইম লেগেছে।
কবিতা ভাল লেগেছিল অবশ্য।