![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
শ্রীলংকা তুমি আর কত কাঁদবে
আর কত হারাবে নিস্পাপ জীবন
আজও গিয়েছে দুশোর বেশি
হারিয়েছে কত মানুষ তাদের প্রিয়জন ।
তুমি কি এখনো কাঁদবে নিথর ভাবে
এমন করেই ফেলবে শুধু চোখের জল
নাকি উঁটে দাঁড়াবে..?
নাকি রুঁখে দাঁড়াবে ..?
তুমি আর কেঁদনা না শ্রীলংকা
আর কেঁদনা না তুমি ..
নিজেকে দুর্বল না ভেবে
স্বজনহারা মানুষের আর্তনাদে
তুমি জেগে ওঠো..
অস্ত্রহাতে বিভীষিকা হয়ে ওঠো ।
যারা তোমার বুকে বারে বারে করছে ক্ষত
তুমি তাদেরকে করে দাও নিঃস্ব, আছে যত
সে হোক কোন উগ্রবাদী কিংবা অন্য জাতি ।
তুমি একে একে তাদের রক্তে ..
নিজের হাত রাঙাও দেশের স্বার্থে ।
পরিশেষে যারা এভাবে চলে গেছে ওপারে
প্রভু ,আমি চাই না তাদের আত্মার শান্তি
আমি চাই তাদের আত্মা ক্রোদ্ধে জেগে উটুক
যাদের জন্য তাদের হয়েছে অকাল মৃত্যু
তাদের সুখ, আছে যতশক্তি জীবন সবকিছু লুটুক।
কিছু কথা : যাদের জন্য দিনের পর দিন এভাবে ঝরে যাচ্ছে জীবন অঝোরে , তাদের জীবন এবং তাদের আত্মার অশান্তি কামনা করি . আমিন !
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৫
সাহিনুর বলেছেন: এইসব মানুষ গুলোর কি, এদের কে কি সত্যি মানুষ বলা যাই , জানি না কিন্তু এরা যাই ই হোক না কেন এদের কে অনেক কষ্ট দিয়ে মারা উচিৎ। ধন্যবাদ ভাইয়া ।
২| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: জঘন্য কাজ যারা করেছে, এদের চেয়ে নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নেই।
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৬
সাহিনুর বলেছেন: ভাইয়া,এদের কে খুঁজে বার করে সবার সামনে নির্মম ভাবে প্রাণে মারা উচিৎ।ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: যারা মানুষ হত্যা করে স্বর্গে যেতে চায় তারা আর যাই হোক মানুষ হতে পারেনা।