![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
প্রেমের কবিতা
আমার ঠিক আসে না,
যতটুকু আসে
তা এলোমেলো সাজানো থাকে না ।
সাজাবো বলে সময় চেয়েছি
সে সময় ও তো অভিমানী
আমাকে ঠিক বোঝে না ।
তাই প্রেমের
কবিতা আমার ঠিক আসে না ।
যতটুকু আসে
তাতে খড়কুটুর মতো গড়ি বাসনা,
আশা নিয়ে থাকি শুধু তুমি ভালোবাসোনা।
তাই প্রেমের
কবিতা আমার ঠিক আসে না ।
বৃষ্টি ভিজা পথে নিস্তব্ধ মিশে থাকে
মাঝে মাঝে পাখির সূর ভেসে আসে
আমার কানে আমার একলা চলার সনে ।
কোথা থেকে যেন চলে আসে সুখ ,,,
সে সুখ ভুলায় যত আছে দুখ ।
সুখ পেয়ে স্বার্থপর আমি
তোমাকে নিয়ে আর ভাবি না।
তাই প্রেমের কবিতা
আমার ঠিক আসে না ।
০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
সাহিনুর বলেছেন: হ্যা,চেষ্টা করছি একটু কবিতা লেখার ,,,অনেক অনেক ধন্যবাদ আক্তার জি কবিতা টি পড়ার জন্য । ভালো থাকবেন ।
২| ০৫ ই মে, ২০১৯ সকাল ৮:০৩
কালো যাদুকর বলেছেন: ভাল
০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
সাহিনুর বলেছেন: কালো যাদুকর জি আপনাকে আন্তরিক ধন্যবাদ।ভালো থাকবেন.
৩| ০৫ ই মে, ২০১৯ রাত ১০:৩০
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিরা মিথ্যাও অনেক সাজিয়ে গুছিয়ে বলতে পারে।
০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪২
সাহিনুর বলেছেন: হাহাহাহাছা মেঘ বালক,তোমাকে অনেক অনেক ধন্যবাদ , আশা করি আমরা সামনেও একে ওপরে অনুভূতিময় লেখা গুলো জানার চেষ্টা করবো । ভালো থাকবেন
৪| ০৬ ই মে, ২০১৯ রাত ১:০৬
মাহমুদুর রহমান বলেছেন: সময় যত যায় মানুষ তত প্রেমে কাতর হয়।আর এটাই প্রেমের মহত্ত্ব।এটা জালা কিংবা বেদনা বলুন প্রেমের বাঁশি হৃদয় কুঠোরে আঘাত করে বলেই জীবন হয়ে ওঠে পদ্যময়।
০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৫
সাহিনুর বলেছেন: রহমান ভাইয়া আপনি সত্যিই ভালোবাসার প্রকৃত মর্ম বোঝেন । আপনাকে সবাই ভালোবাসুক এটাই চাই । ভালো থাকবেন,ধন্যবাদ ।
৫| ০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:০১
লীনা জািম্বল বলেছেন: সুন্দর প্রকাশ- শুভকামনা
০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:১১
সাহিনুর বলেছেন: লীনা জী আপনাকে ধন্যবাদ ।
৬| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৯ রাত ২:৪২
আকতার আর হোসাইন বলেছেন: এত মিথ্যে বলেন কেন। আপনি তো সব কবিতাই লিখতে জানেনা.... হাহা...
কবিতা ভাল লাগল