![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
সহজ করিয়া বলিলাম বলে
তুমি হেয় করিলে মোরে
দুরূহ ভাষায় লিখিলে কি তবে
তুমি কবি বলিবে মোরে ।
সচক্ষে যাহা দেখিলাম আজ
তাহা ভাষা নয় অনুভূতিরা কষ্ট মাখে
তাহার মাঝে বুঝি পন্ডিত্ব সাঁজে ?
মার্গ ধারে পরিয়া যে শিশু
অবিরত ক্রন্দন করিয়া যায়
সে কষ্ট ক্যামনে শুনাইবো তোমারে
তাহা বুঝি ভাষা দিয়া বিচার করা যায় ?
তারপরেও যদি সহজ করিয়া বলিলে
তুমি হেয় করো মোরে ,
তবে থাক সে দুরূহত্ব
তবে থাক সে কবিত্ব
শুধু প্রার্থনা করিবো আজ প্রভু দ্বারে
তোমার যত কঠিনাত্ত যেন না দেয় আমারে ।
১০ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
সাহিনুর বলেছেন: ধন্যবাদ মেঘ বালক ভাইয়া
২| ১০ ই মে, ২০১৯ সকাল ১০:০০
কালো যাদুকর বলেছেন: অথচ সহজ করে সবাই বলতে পারে না।
তবে থাক সে দুরত্ব,
থাক সে মহত্ব....
সুন্দর কবিতা
১০ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
সাহিনুর বলেছেন: হ্যাঁ সব কিছুই থাক । ধন্যবাদ কালো যাদুকর । ভয় করে নাম টা শুনলেই ।
৩| ১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: প্রার্থনা করুন।
প্রার্থনা করে দেশের মঙ্গল বয়ে আনা যায় কিনা দেখুন।
১০ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২১
সাহিনুর বলেছেন: বেশ খানিক দিন বাদে পেলাম ভাইয়া আপনাকে,,,মিস করছিলাম । অশেষ ধন্যবাদ ভাইয়া ।
৪| ১০ ই মে, ২০১৯ রাত ১১:৪২
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১১ ই মে, ২০১৯ বিকাল ৫:৪০
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া। বাংলাদেশ গরম কেমন পড়ছে ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৭
মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর কবিতার কথামালা ও শব্দচয়ন।