নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

...."প্রবাসীর মা"....

১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:১০

#কলমে :প্রবাসীরত সাহাজাহান সরদার


সবাই আনন্দ খুশির মাঝে
সর্বদা রঙ্গীন সমাজ খোঁজে
মা খোঁজে তার প্রবাসী সন্তান।
মা ডাকে আয় বাবা ফিরে
এতো বড় ঘরে তুই ছাড়া
আমি সুখে থাকি কেমন করে ?
সন্তানের স্মৃতি নিয়ে বুকে
সবার চোখের আড়ালে
মা একা বসে কাঁদে ।
খেতে বসে মা ভাবে মনে মনে
জানিনা কি করছে এখন
আমার ছেলে প্রবাসী নামক জেলে ।
তোমরা কি শুনতে পাও
মায়ের কষ্টচাপা বোবা কাঁন্না ?
ছেলে বাড়ি আসবে এই আশায়
মরুভূমির পথিকের ন্যায়
বার বার মরিচিকার শিকার হয়
তবুও দুহাত বাড়িয়ে মা
চাতক পাখির ন্যায়
থাকে সর্বদা প্রতিক্ষায় ।


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: অভিব্যক্তি ভালো লাগলো।
পোস্টে প্রথম লাইক।

শুভকামনা জানবেন।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:২৬

সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,। আমি আমার সম্পর্কে লেখা বানান এবং বাক্যটি ঠিক করে নিয়েছি ,। আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ । সুস্থ থাকুন ।

২| ১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মেঘ প্রিয় বালক বলেছেন: মায়ের ভালবাসা শুধুই মা।

১৩ ই মে, ২০১৯ রাত ৮:০৮

সাহিনুর বলেছেন: একদম সত্য কথা , ধন্যবাদ ভাইয়া

৩| ১৩ ই মে, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৩ ই মে, ২০১৯ রাত ১০:৪৬

সাহিনুর বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া, আজ বৃষ্টি হলো খুব ,,এখন শান্তিনিকেতন এ পুরো শান্তি

৪| ১৪ ই মে, ২০১৯ রাত ২:৪৯

ওমেরা বলেছেন: কবিতায় একজন মায়ের বাস্তব চরিত্র ফুটিয়ে তুলেছেন।

১৪ ই মে, ২০১৯ দুপুর ২:০২

সাহিনুর বলেছেন: ধন্যবাদ ওমেরা জি

৫| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৪ ই মে, ২০১৯ দুপুর ২:৫৪

সাহিনুর বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা জী

৬| ১৪ ই মে, ২০১৯ রাত ৯:৫৩

মাহমুদুর রহমান বলেছেন:
আপনার কবিতা লিখার হাত ভালো।এ কাজ অবিরত রাখুন।

১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০

সাহিনুর বলেছেন: রহমান ভাইয়া অনুপেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকবেন ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.