নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

@মোদীর অন্ধভক্তরা তাদের কাজ শুরু করে দিয়েছেন আসা মাত্রই@

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৪৬

ধর্মের নামে সকলকে অন্ধ করে দেওয়া হয়েছে ...
ধর্ম পালনে ব্রতী হয়েছেন অধার্মিক রা ...
ঘটনা টা জেনে নিজের উপর খুব ভীষণ ভাবে অভিমান হচ্ছে , ২০১৯ এ দাঁড়িয়ে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো দেখতে এবং পড়তে হচ্ছে বলে !
লোকসভা ভোটের ফল বেরতে না বেরতেই ফের শুরু হয়ে গেল গোরক্ষকদের তাণ্ডব। গোপাচারের অভিযোগে এক মহিলা-সহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো হল। মধ্যপ্রদেশের সিওনিতে। পুলিশ এক জনকে পরে গ্রেফতার করেছে। নিগ্রহকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও।

নিগৃহীতরা জানিয়েছেন, তাঁদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক মহিলা-সহ তিন মুসলিম।

কোনও ভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গোরক্ষকরা। ধরেও ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে। তার পর তাঁদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। তার পর এক এক করে ধৃতদের বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা। পরে তাঁদের মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয়। ধৃতদের দিয়েই বেধড়ক পেটানো হয় মহিলাকে। রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে থাকেন পথচারীরা।
তার পরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেন গোরক্ষকরা। ধৃত মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে।
...........................
মোদীর অন্ধ ভক্তদের কাছে জানতে চাই ,এটাই কি আদর্শ ,এইভাবে কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে ?
এইভাবেই কি আমাদের জীবনকে বিজ্ঞান দিয়ে উজ্জল না করে ধর্মের কুসংস্কার দিয়ে অন্ধ করে দেওয়া হবে ?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: মোদী ধর্মীয় উন্মাদ।

২৫ শে মে, ২০১৯ রাত ৯:০৬

সাহিনুর বলেছেন: এখন তো মনে হচ্ছে দিনরাত পড়াশোনা করে কি হবে,যখন দেশ চালানোর জন্য এমন অযোগ্য মানুষকেই বেঁছে নেওয়া হবে অবন্দ তাদেরকেই প্রাধ্যান্য দেওয়া হবে ।

২| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:০৩

মা.হাসান বলেছেন: মেরা নাম্বার কব অায়েগা?

দুশ্চিন্তার কিছু নাই, পশ্চিমবঙ্গে ও এনআরসি চালু করা হবে। মুসলমানদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে।

২৫ শে মে, ২০১৯ রাত ৯:০৮

সাহিনুর বলেছেন: তবে সেটাই হবে সব চাইতে বড় ভুল ,,, দেশে আবার জেগে উটবে সংগ্রামী আত্মা আবার ঝরবে রক্ত আবার আসবে স্বাধীনতা ।
আপনি সেই আশায় না ঘুমিয়ে বসে থাকেন ।

৩| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের গরু থেকে দুরে সরে যেতে হবে, না প্রাণও হারাবে; হিন্দুদের দেবতা নিয়ে হেলাফেলা করা ঠিক হবে না

২৫ শে মে, ২০১৯ রাত ৯:১২

সাহিনুর বলেছেন: যেখানে রবি ঠাকুর ,নেতাজি ,মহাত্মা গান্ধী ,আম্বেদকর ,বিদ্যাসাগর ,রাজা রামমোহন রায় এদের মত হাজার ও গুনি মহাপুরুষদের জন্ম সেই দেশের জন্ম গ্রহণ করে ২০১৯ এ দাঁড়িয়ে ও এগুলো মানতে হবে?

৪| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


রবি ঠাকুর , নেতাজি , মহাত্মা গান্ধী , আম্বেদকর , বিদ্যাসাগর , রাজা রামমোহন রায়েরা নিশ্চয় গরুর মুত্র পান করতেন না; এখন, সময় বদলে গেছে; তদুপরি, গরু হচ্ছে দেবতা; মুসলামানেরা ওদের দেশে থেকে, ওদের দেবতা খাওয়ার কি দরকার?

২৫ শে মে, ২০১৯ রাত ১০:১৭

সাহিনুর বলেছেন: এখান থেকে অনেক যুগ আগে এক নীতত্তবিদ বলেছিলেন যে , জাদু কে যেমন ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে ঠিক তেমনই ভাবে একদিন ধর্ম কে নিশ্চিহ্ন করে বিজ্ঞানের রথযাত্রা শুরু হবে ..
পুরো পৃথিবী এটাই মেনে চলে , এবং এটাই হচ্ছে সারা বিশ্বজুড়ে কিন্তু আমাদের দেশ কি তাহলে আবার উল্টো দিকে হাঁটা শুরু করে দিয়েছে ?

৫| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:২৭

কালো যাদুকর বলেছেন: Brazil is projected to be the largest beef exporter in the world in 2018 followed by India,

https://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-10690

মন্তব্য কি দরকার আছে?

২৫ শে মে, ২০১৯ রাত ১০:২২

সাহিনুর বলেছেন: জানি না এটা ভোট পাওয়ার জন্য সাধারণ মানুষের সাথে আর কি কি করবে।

৬| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কুসংস্কারাচ্ছন্ন ধর্মান্ধ মানুষ অতি ভয়ঙ্কর। সে যে ধর্মেরই হোক।

২৫ শে মে, ২০১৯ রাত ১০:২৪

সাহিনুর বলেছেন: এই জন্যই মাঝে মাঝে ভয়ভেবেছিলাম একটু শান্তিতে থাকব কিন্তু এই ধর্মান্ধ মানুষ গুলো মনে হয় না সেটা হতে দেবে , এরা জেনে বুঝে এগুলো করে ।

৭| ২৫ শে মে, ২০১৯ রাত ১০:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: "সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই" চন্ডীদাসের বাণী আজ নিরবে কাঁদে।

মোদি সরকার ক্রমাগতভাবে উগ্রবাদীদের সাপোর্ট করে যাচ্ছে। খুবই দুঃখজনক। আর জনগণও কি কম। তারাও তো মোদিকে সমর্থন করছে। এককভাবে ৩০৩সিট তো এমনিই পায় নি...:(

ওপার বাংলাতেও একই হাল। বিজেপি যে ১৮টা আসন পাবে, স্বপ্নেও ভাবি নি। মমতাদির ২২সদস্য ১৮টা উগ্রের কাছে টিকতে পারবে কিনা সন্দেহ। ভারতের মুসলিমদের জন্য সামনে এক কঠিন সময় অপেক্ষা করছে।

আমার মনে হয় মুসলিমদের গরু থেকে বেরিয়ে আসা দরকার। খাওয়া বা পালন দুটোই বাদ দিক। ছাগল, ভেড়া, মহিষসহ আরো অনেক প্রাণীজ আমিষ আছে।

২৫ শে মে, ২০১৯ রাত ১০:৪৮

সাহিনুর বলেছেন: হ্যা আপনার কোথায় যুক্তি আছে,,, মমতা এত সিট্ খোয়া যাওয়ার পিছনে কারণ আছে ,,, বেঁচে থাকতে গেলে আমাদের তাই করতে হবে গরুকে ছাড়তে হবে কিন্তু প্রশ্ন থেকে যায় একটা তবে কি আমাদেরকে শ্রেষ্ট জীব হিসাবে গন্য হওয়ার যোগ্যতা আছে ?

৮| ২৫ শে মে, ২০১৯ রাত ১১:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একবিংশ শতাব্দীতে এসেও মানুষ যদি এতোটা কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ, উগ্র হয়; নিজেদের শ্রেষ্ঠ বলি কীভাবে?:(


পুনশ্চঃ সবাই শ্রেষ্ঠ নয়, কেউ কেউ শ্রেষ্ঠ।
ভারতে শুধু অহিংস গান্ধিজী নয়, বরং নাথুরামের মত সহিংস উগ্রবাদীও আছে। আজ তো নুথারামের সমর্থকদের পাল্লাই ভারী. ... :(
‘‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন।’’...বিজেপিপ্রার্থী এবং মালেগাঁও বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য


২৫ শে মে, ২০১৯ রাত ১১:১৮

সাহিনুর বলেছেন: হ্যা এইসব দেখছি ,কাকে বলবো কি বলবো সেটাই বুঝে উটতে পারি না । আপনাকে ধন্যবাদ প্রতিক্রিয়া ভাইয়া

৯| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: মোদী সরকার আসার পর ভারতে ধর্ম রাজনীতি শুরু হয়ে গেছে। পূর্বে আগে কম ছিলো এখন দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে।

২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০

সাহিনুর বলেছেন: হ্যা এখন দেখা বাকি আছে যে এই ৫ বছর মোদী কি করে চালায় দেশকে

১০| ২৬ শে মে, ২০১৯ ভোর ৫:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কথায় আছে পাগলকে সাঁকো নাড়ানোর কথা বলতে নেই | ভারতে ধর্মীয় পাগলের সংখ্যা আশাতীতভাবে বেড়ে গেছে গরু/ছাগলদের সঙ্গে সমানুপাতে | এই সকল ধর্মীয় পাগলগুলো গরু নিয়ে নানান ছূতো খুঁজবে এবং সুযোগ পেলেই গরুখোরদের কচুকাঁটা করবে | আবার এই উদ্মাদগুলো নিজ দেশের বাইরে গেলে গরু/ছাগল সবই খায় এবং নিজের কাজ বাঁচাতে গরুখোর স্থানীয়দের পায়ে চুমো খেতেও কার্পণ্য করে না |

আমার মনে ভারতের এই উন্মাদনার যুগে সকল অবস্থায় মুসলমানদের গরু খাওয়া বন্ধ করে দেয়াই উচিত - গরু ছাড়া খাওয়ার মতো আরো কোনো প্রাণী কি নেই ? আর কেউ যদি গরু না খেয়ে থাকতে না পারলে গরুর দেশ থেকে দেশান্তরীই হয়ে যাওয়া উচিত |

২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

সাহিনুর বলেছেন: না না খাওয়া দাওয়া প্রধান বিষয় নয় এখানে,,,আমাদের দেশের সংবিধান সত্যিই এখন বড় বিপদের মুখে ,গোমাংস না খেলেও এরা অন্য কোনো বাহানা করে মারবে ,,,এদের কাছে এটাই মূল বিষয় ।

১১| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিন্দু মৌলবাদের উত্থান আরো মৌলবাদীতার বিকাশকে বাধ্যতায় ফেলে দিচ্ছে!
অস্তিত্বের সংকটে বাকীরাও যদি অস্তিত্ব রক্ষার সংগ্রামে কঠৌর হয়- সংঘাত অনিবার্য! পরিণতি ন' জন্যতে!

১৯৪৭ এর বিভাজন নিয়ে কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন আগে পরে। তাদের জন্য সবক দিতেই বুঝি মোদীর উত্থান!
বৃটিশের কূটচালে সাম্প্রদায়িকতার যে বিষবাষ্পের বীজ বপন করে গেছে- তা থেকে বেরিয়ে আসতে যে ঔদার্য আর জ্ঞান প্রয়োজন তা খূবই সীমিত মানুষের মাঝে বিরাজে। আম মানুষ ধর্মের উন্মাদনাতেই ভাসে!
আর সেই স্রোতে ভেসেই বজরিং উত্থান!

কালের গতি নাকি কেউ থামাতে পারেনা! ঢেউয়ের মতো তা কালে কালে প্রকাশে!
উত্থানের পরই থাকে পতন!
একন শুধু সে সময়ের অপেক্ষা!

২৬ শে মে, ২০১৯ রাত ১১:১৯

সাহিনুর বলেছেন: আপনার মত আমি ও তাই ভাবী,,,
শুধু এখন অপেক্ষাটাই বাকি ...
কবে গুছ্বে এই অশিক্ষিতদের বুনাজাল ...।
ধন্যবাদ শ্রদ্ধীয় মহাশয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.