![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
আয়...আয় বলছি
কখন থেকে ডাকছি তোরে
কখন আসবি বলনা মোরে
তোর কাছেতে ভিজবো বলে
সবকিছু ফেলে এসেছি উপরতলে ।
নাহ ! এমন ভাবে ডাকলে বুঝি
শুনবে না তুমি আমায় ,
তবে খোঁজো ওই মাটির বুকে
এত নির্দ্বয় ফাঁটা কেন তা জানায়।
তবুও যদি না বোঝো তুমি ওই অবুঝ মেয়ের মত ,
তবে দেখো ওই গরীব কৃষকের মুখে
কত যন্ত্রণা ছাপ কষ্ট মাখে ।
আসো না ! একটি বার তোমাকে গায়ে মাখি ।
আসো না ! একটি বার মাটি ভিজা গন্ধে
নিজেকে বিভোর রাখি ।
আসো না একটি বার ঘামান্ত কৃষকের মুখে ফুঁটাটে হাসি ।
আসো না একটি বার শান্তিতে উল্লাসে তোমাকে ভালোবাসি।
ওইতো আকাশের বুকে কালো মেঘ গুলো হচ্ছে জড়োশড়ো,
এখুনি নামবে মুষলধারায় আকাশ হতে গলগল বৃষ্টি ..
বৃষ্টির ছোঁয়ায় আনন্দে ওই দেখো কৃষকের চোখ ছলছল ।
আহ ! আহ ! কি আনন্দ ! কি শান্তি !
আজ চিৎকার করে গাইব গান ,
প্রানখুলে ভিজবো উল্লাসে ..
বৃষ্টি আরো দাও ,,আরো দাও বৃষ্টি !
[অভির স্ত্রী আবির্ভাব ]...
- অভি .. অভি
কোথায় তুমি ?
বৃষ্টি নেমেছে কোথায় যে গেল মানুষ টি ?
অভি ...
ঐতো ছাদ থেকে আসছে অভির আওয়াজ ,,ভিজছে নাকি ? হাই রে কপাল ওর তো আবার ঠান্ডার দোষ আছে । কি করি এখন , অপেক্ষা কর আর একটু, আমি আসছি ,ভিজা বার করছি আজ ।
[আঃ ..হতবাক অভিকে দেখে ,,দুহাত মেলে ঘুরছে আর উচ্চস্বরে বৃষ্টি আমি তোমাকে ভালোবাসি ..আমি তোমাকে ভালোবাসি ,বলছে অবিরত ]
অভি ..
-তুমি ! তুমি এখানে কি করছ ?
-তোমাকে ভালোবাসাকে দেখতে এসেছি ,,তোমরা তো মিলেমিশে একাকার ,,চলো আসো অনেক ভিজেছো আর নয় ,
-আর একটি ভিজি please..
-তোমার যে ঠান্ডা লাগে ,সেটা কি মনে থাকে না তোমার ,তোমাকে নিয়ে কি করবো বলো তো?পাগল করে দেবে দেখছি তুমি আমাকে ।
-please রাগ করো না ,তোমার জন্য আজ একটা surprise আছে
-কি ?
-চোখ বন্ধ করো
-না আগে বল কি ?
-বাবু please চোখ বন্ধ করলেই তো বলব নাকি ..
-ok করলাম ,,,এবার বলো
....[অভি তার স্ত্রী কে এক টানে নিজের দুহাতের মাঝে এনে ,তাকে শক্ত করে জাপটে ধরল ]
-ইইই .... কি করলে তুমি এটা ,,ছাড়ো আমাকে ,,ছাড়ো বলছি ।
-নীলামা..
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
বৃষ্টি ভিজা ঠোঁটে চুম্বন করতে ইচ্ছে করে
তোমার ভিজা চুলের সাথে খেলতে ভীষণ ইচ্ছে করে
আমার ইচ্ছে করে এমন করেই আগলে রাখি দুহাত দিয়ে শক্ত করে
নীলিমা ..
তোমাকে ভালবাসতে খুব ইচ্ছে করে ..
[নীলিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভির দিকে ]...
#ধন্যবাদ
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:৪২
সাহিনুর বলেছেন: সেটাই দেখছি তো,,অনেক কষ্ট করে রাজি করাতে হচ্ছে
ধন্যবাদ ভাইয়া ।
২| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:৪২
সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৩| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৩
নজসু বলেছেন:
ছবিটা চমৎকার।
লেখাটাও দারুণ।
২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৫
সাহিনুর বলেছেন: আমার ও এই ছবিটা প্রথম দেখেই ভালো লেগেছিল,,,তাই দিয়ে দিলাম ,,ভাইয়া আন্তরিক ধন্যবাদ আপনাকে
৪| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৬
সাহিনুর বলেছেন: সেলিম ভাইয়া আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ।
৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:৩৪
মেঘ প্রিয় বালক বলেছেন: ইদানিং বৃষ্টি খুব জ্বালাতন করছে আপনাকে।
২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৮
সাহিনুর বলেছেন: ভাইয়া আপনি একটু অনুরোধ করেন তো মেঘ কে,আপনার কথা নিশ্চয় শুনবে ..ধন্যবাদ জি
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৭
তারেক ফাহিম বলেছেন: বৃষ্টি বড্ড অভিমানি!!!!!!!!!!
কিছুতেই রাজি হচ্ছে না!!!!!!!!!!!!!