নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

দেখে নিও, ঠিকই লিখবো তোমাকে নিয়ে একদিন

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০১

দেখে নিও
ঠিক তোমায় নিয়ে লিখবো একদিন,
যান্ত্রিক মানুষ হয়ে ওঠার মাঝে
ক্ষণিকের জন্য সব ভুলে মানুষ হয়ে,
দেখে নিও
ঠিক তোমায় নিয়ে লিখবো একদিন ....

শহর থেকে বহু দুরে জাকজমক রেসটুরেন্ট ভুলে
তোমায় নিয়ে যাবো বৃক্ষমোড়া ওই শান্তির নীড়ে
যেখানে সন্ধ্যায় সাঁঝের বাতির সামনে বসে
তোমার মায়াবী চোখের অন্তরালে অনন্তকাল ডুবে,
দেখে নিও
তোমায় নিয়ে ঠিকই লিখবো একদিন .
কংক্রিটের মাঝে বদ্ধ ঘরে
জানি তোমার মন হাহুতাশ করে
তাই তো বার বার কল্পনায়
তোমাকে নিয়ে যাই উন্মুক্ত করে ।

আহহ !
আর পারছি না তোমায় নিয়ে ভাবতে
মাথার ভিতর যন্ত্রনা সারা শরীর কাঁপছে ,
ঐতো ওরা এদিকেই আসছে ..
চারিদিকে জয় শ্রী রাম জয়শ্রীরাম ধ্বনি উটছে ,
ওরা কারা আল্লাহ আকবর বলে চিতকার করছে .
আহ! রক্ত লাল রক্ত
জানালার কাঁচের টুকরো এসে বিধলো আমার মুখে
হে রক্ত তুমি হিন্দু না মুসলিম ?
অধার্মিকরা আর কত দিন ?
শোনো জয়শ্রীরাম আল্লাহ আকবরের দল ,
প্রকৃত ধর্ম
না বুঝলে তুমি মরবে নির্ঘাত একদিন ...

রাস্তার কালো নরখাদক মাখছে গায়ে লাল রক্ত
ঐতো কুলাঙ্গার এর রক্ত
ঐতো প্রতিবাদীর রক্ত
মিলেমিশে হচ্ছে একাকার
আমি ওদেরকে আলাদা করতে চাই
কিন্তু পারছি কোথায় ?
দুএক ফোঁটা বৃষ্টি নামুক এই বিভীষিকার মাঝে
দুয়ে মুছে নিয়ে যাক যত রক্ত সব ঈশ্বরের কাছে
তিনিই যদি পারেন এই বোকা অন্ধ ধার্মিকদের বোঝাতে ,
আহ কত যন্ত্রনা
মানুষ হয়ে মানুষের হাতেই মরতে হবে !

সখী ক্ষমা করে দিও মোরে
কোন একদিন পরন্ত বিকালে
এসো আমার আঙ্গিনায়
যদি শান্ত হয় এ পৃথিবী
যদি বোঝে সব অবুঝের দল
তখন দেখে নিও
ঠিকই লিখবো সেদিন তোমাকে নিয়ে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ থেকে খুব সুন্দর কবিতা।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১

সাহিনুর বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়ে এসেছি,,,এখন অনেক চেনা আপনি আমার । ধন্যবাদ

২| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই,

কবিতায় আবেগ আছে, আছে দ্রোহ। অশুভ শক্তি একসময় মাথাচাড়া দেয় কিন্তু সময়ের চক্রে আবার অবদমিত হতে বাধ্য। চাই ধৈর্য সহনশীলতা। মানবতার জয় হোক। পঙ্কিলতা অবসান ঘটুক।

কবিতার প্রথম লাইক।

তবে অনেকদিন পর ব্লগে ফিরলেন। আশা করি এখন থেকে নিয়মিত হবেন।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

সাহিনুর বলেছেন: "কবিতায় আবেগ আছে, আছে দ্রোহ। অশুভ শক্তি একসময় মাথাচাড়া দেয় কিন্তু সময়ের চক্রে আবার অবদমিত হতে বাধ্য। চাই ধৈর্য সহনশীলতা। মানবতার জয় হোক। পঙ্কিলতা অবসান ঘটুক।"
সত্যি জীবন আর ভালো লাগে না চারিদিকে অনৈতিকতা । তবে ধর্য্য ধরে আছি । ভালোবাসা নেবেন সুস্থ থাকবেন ।

৩| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

কি আর বলবো গাহি সাম্যের গান।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

সাহিনুর বলেছেন: আপনাকে আমার ব্লগে পেয়ে খুবই ভালো লাগলো,,,আন্তরিক ধন্যবাদ আপনাকে ,, সুস্থ থাকবেন ।

৪| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

নীল আকাশ বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরলেন। আশা করি এখন থেকে নিয়মিত হবেন। - সহমত!
মানুষ এখন দিন দিন জানোয়ারের চেয়েও অধ্ম হয়ে যাচ্ছে!

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

সাহিনুর বলেছেন: কেন এমন হচ্ছে ঠিক বুঝতে পারছি না,আগে শুনতাম যত শিক্ষা বাড়বে ততো কমবে কিন্তু কমছে কোথায় ?
আসলে শিক্ষা নয় প্রকৃত শিক্ষা দরকার ...। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.