নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

ও ঠাম্মি কাঁদছো কেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৫



ও ঠাম্মি কাঁদছো কেন
আগলে রেখে ঘরখানা?
সবাই এখন উল্লাসেতে
তোমার কথা ভাবছে না ।
রক্তে এখন ধম্ম সবার
মানবতার কথা শুনছে না ।
নিজের স্বাথে সিদ্ধি হওয়ায়
মানবতার খেয়াল রাখছে না ।
ধুর মহাশয় নীতিকথা
টাকায় এখন সব রাখা ।
মানুষ এখন বিনোদন চাই
তাই আদর্শ- নীতির পাল্লা ফাঁকা ।
ওমন দুএকটা যাক গে মরে
কারো কিছু যায় আসে না ।
ঘরের ভিতর বসে সবাই
অত কিছু আজ ভাবছে না ।

ও ঠাম্মি কাঁদছো কেন
আগলে রেখে ঘরখানা ?
বছর দশেক স্বামী মরেছে
সে কথা কি কেউ শোনে না ?
একলা ঘরে একটা হাঁড়ি
মাথার উপর খড় বাড়ি ,
গাড়ি করে আসবে রাজা
জিতার পরে দেবে সাজা ।
এমন ভাবেই চলবে সবই
তুমি আমি কিছু বলবো না
দশের মাঝে বললে তুমি
মূর্খ্য রাজা দেবে সাজা !

ও ঠাম্মি কাঁদছো কেন
আগলে রেখে ঘরখানা ?
এ ঘর যে এখন তোমার না
তুমি তো বিদেশী ললনা ,
৬৫ বছর পেরিয়েও তুমি
আজও ভারতীয় হলে না ।
কি বলবো বাবুমহাশয়
আজ দোষ ওদের দিও না
৫০০ টাকায় বিক্রী সেদিন
ভোট টা আমার ছিল না ।

৫০০ টাকায় বিক্রী সেদিন
ভোট টা আমার ছিল না !

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

হাফিজ বিন শামসী বলেছেন: সময়োপযোগী কবিতা।
সুন্দর হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

সাহিনুর বলেছেন: ধন্যবাদ হাফিজ জি আপনাকে

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া, অনেক দিন পর । আশা করি ভালো আছেন । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা শুধু ঠাম্মিদের নয়, নাতিদেরও কাঁদিয়ে ছাড়া হবে। আসামে 19 লক্ষ আর পশ্চিমবঙ্গে 4/5 কোটি অনুপ্রবেশকারীর জন্য ডিটেনশন ক্যাম্প গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

ভারতবর্ষের উন্নয়ন এখন চাঁদে গিয়ে পৌঁছেছে।গবেষণার দিক দিয়ে ইসরোর বিজ্ঞানীরা আগামী কয়েক বছরের মধ্যে নাসার বিজ্ঞানীদেরও পিছনে ফেলে দেবেন। বাঙালি হলো একটা পশ্চাত্পদ জাতি। গোটা ভারতবর্ষে মোদিজীর জয়গান গেয়ে উন্নয়নের স্বামী হলেও পশ্চিমবঙ্গ এখনো অনেকটা তিমিরেই পড়ে আছে। কাজেই পশ্চিমবঙ্গে শুধু একবার বিজেপিকে আসতে দিন। বাকিটা মোদী বাবু অমিত শাহ বুঝে নেবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

সাহিনুর বলেছেন: হাহাহ্হা .। আশা করি এই সুযোগ কবলা মোদী আর পাবে না , মানুষ অনেক তাই বুঝেছে যে তারা কি ভুল করেছে । তবুও কিছু বলা যাই না , কখন কার মন পরিবর্তন হয় । দেখা যাক কি হয় ,,আপনাকে ধন্যবাদ ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় সময়ের চিত্র। বেশ সহজসরল, সুন্দর প্রকাশ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

সাহিনুর বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাইয়া। সুস্থ থাকবেন ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

জগতারন বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
যথা সময়-এর সুন্দর কবিতা।
কবির প্রতি অভিন্দন জানাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০

সাহিনুর বলেছেন: আমাদের সমাজে কি হচ্ছে,,কেন এমন করছে সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলি । ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: সময়োপযোগী লেখা। কলম চলুক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২

সাহিনুর বলেছেন: হ্যাঁ চলুক সাবর কলম অন্যায়ের বিরুদ্ধে । ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সময়ের স্পষ্ট প্রতিচ্ছবি আপনার কবিতায় , সেই সাথে চাপা ক্রোধ। অনেক ধন্যবাদ আপনাকে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০১

সাহিনুর বলেছেন: এত পিছেয়ে পরা পোস্ট যে আপনি কষ্ট করে এসে পড়েছেন , দেখে অনেক ভালো লাগছে । আমাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ , সুস্থ থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.