নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

পরাধীন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

অভিলাষের মাঝে হারিয়েছি যে সুখ
ক্যামনে বোঝায় তোমারে তাহা ..।
দিবালোকে দেখিলে যে স্বপ্ন তুমি,
তারা ঝরিয়াছে অবিরত নীল রক্তমাখা।
নিরব রহে কলরবে যে কথামালা
ক্যামনে ঝরিয়া পড়ে নির্দয়মমে
যদি তাহা পারিতাম বোঝায়তে তোমারে
তবে প্রায়শ তরে ডুবুতাম না এতবারে ।
যতবারই আবেগময় তোমাতে দিয়েছি ধরা
ততবারই পড়িয়াছি যন্ত্রনাদায়ক পরাধীন হাতকড়া।
এমন করিয়া যদি বাসিতে চাও ভালো
জেনে রেখো...
তবে নামিবে না কখনো আধার ঘরে আলো ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

ইসিয়াক বলেছেন: সুন্দর হয়েছে।
শুভকামনা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

সাহিনুর বলেছেন: ইসিয়াক ভাইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ । সুস্থ ভাবুন ভালো থাকুন ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লিখেছেন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

সাহিনুর বলেছেন: স্বপ্নরাজ কবিতাটি পড়ার জন্য এবং উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে । সুস্থ ভাবুন সুস্থ থাকুন ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

সাহিনুর বলেছেন: খুব তাড়াতাড়ি আপনাকে আপন করে নিয়েছি সুরভি দিদি নাম তাও এখন ঠোতস্ত..আশা একদিন দেখা হবে ।
কবিতাটি পড়ার জন্য এবং উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে । সুস্থ ভাবুন সুস্থ থাকুন ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: সাধু ভাষা। সুন্দর। ভালো লাগলো।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৯

সাহিনুর বলেছেন: ধন্যবাদ কবি ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.