![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
সব কিছু ঠিক আছে
সব কিছু ঠিক আছে
মিলে গেছে অঙ্কো.....
বন্ধু তুমি লুকিয়ে হাসবে
এ কথা কে জানতো....?
আমার মৃত্যু হবে
যখন পরে রবে রক্ত...
তোমার পাষাণ মন
তখনও কি রবে শক্ত...?
আমার রক্ত সে তো
লাল নয় নীল হয়ে যাবে...
বন্ধুর ছলে শত্রু তুমি..
সে কি জানতো
তুমি বিষ ঢেলে যাবে...?
মোটাভাইয়ের কথায় যারা
উল্লাসিত আজ....
বলবো তাদের মানুষিকতায়
করছে উলঙ্গতা রাজ..।
বলবো না আর..
করবো না যে মিথ্যে অভিযোগ,
ধর্মের নামে আজ এরা...
করছে শুধু ভারতমাতার বিয়োগ।
তার পরেও জেতে এরা...
কারণটা কি জানো?
তোমার-আমার মাঝে এরা বিষ
ঢালছে,মানো?
মানবো কি আর.....
অন্ধ মোরা রাম-খোদা দেখতে পাই,
মানুষ হয়েও আজ মোরা...
মানুষ যে আর নয়।
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
সাহিনুর বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
সুন্দর হয়েছে
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ফাতেমা দি
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
রাশিয়া বলেছেন: ঐ দেশের মানুষ ভোট দিয়ে তাঁকে নেতা বানিয়েছে - আপনার তাতে জ্বলে কেন?
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
সাহিনুর বলেছেন: এই পাগল মদ খেয়ে এসেছিস নাকি ? এই দেশের মানুষ মোটা ভাইকে ভোট দিয়ে জিতিয়েছে আর বাকী দল গুলো জিতেছে কি অন্য দেশের ভোট নিয়ে যতসব হাগলপাগল । ধর্ম নিরপেক্ষ দেশটাকে , উন্নতিশীল দেশটাকে সব দিক থেকে ধ্বংস করছে আর উনি এসেছে লেকচার দিতে ।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।