নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

#আমি অপেক্ষা করবো একটি বিবর্ণ মৃত্যুর জন্য

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪


আমি অপেক্ষা করবো
একটি বিবর্ণ মৃত্যুর জন্য,
কারণ একমাত্র মৃত্যুই পারে
এই অমানুষিকতার স্তম্ভ ভাঙ্গতে।
সারা দেশের মাঝে যে আগুন
দাউ দাউ করে জ্বলছে
সেই হীন নগণ্যতার মৃত্যুর জন্য
আমি অপেক্ষা করবো...।
একদিন বিদ্রোহী কবি কাজীর গলায়
উঠেছিল যে নমনীয়তার সুর..
"এক বৃন্তে দুটি কুসুম
হিন্দু-মুসলমান
মুসলিম তার নয়নমণি
হিন্দু তাহার প্রাণ"
আজ আমি এক বিবর্ণ মৃত্যু চাইছি
তাই আমার কন্ঠে কোনো নমনীয়তা নেই।
আজ চিৎকার করে বলবো আমি
আজ চিৎকার করে বলবো আমি
"এক বিন্তে দুটি কুসুম
হিন্দু-মুসলমান
যারা এদের মধ্যে ফাঁটল ধরায়
তারাই বেইমান"
আজ বদ্ধঘরের অন্ধকোটায় বন্দি
গুমরে মরার আগে এটাই আমার সন্ধী
"তুমি অপেক্ষা করো আর নাইবা করো
আমি অপেক্ষা করবো
সমস্ত মানুষরুপী অমানুষিকতার
একটি বিবর্ণ মৃত্যুর জন্য
আমি অপেক্ষা করবো "

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: এই অপেক্ষার স্বাদ হলো ঘুম আর ঘুম
চমৎকার অনেক শুভেচ্ছা রইল----------

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

সাহিনুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ দাদাভাই

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছৈ

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

সাহিনুর বলেছেন: সবার প্রিয় আপু আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

রুমী ইয়াসমীন বলেছেন: চমৎকার এক কবিতা!

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

সাহিনুর বলেছেন: রুমী আপু সময় করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

সাহিনুর বলেছেন: ধন্যবাদ দাদাভাই ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ দাদাভাই ।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

সাহিনুর বলেছেন: আপনিও সুস্থ এবং ভালো থাকুন ।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

শিখা রহমান বলেছেন: বাহ!! দ্রোহ আর ক্ষোভের উচ্চারণ ভালো লাগলো কবি।

শুভকামনা। ভালো থাকুন দ্রোহে ও ভালোবাসায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

সাহিনুর বলেছেন: শিখা জি কবিতাটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনিও সুস্থ থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.