![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
বাবা
আমাকে ক্ষমা করে দিও।
রাখতে পারিনি তোমার কথা,
হতে পারিনি তোমার স্বপ্ন দেখা,
কিন্তু বিশ্বাস করো...
আমি চাইনি..আমি চাইনি
তোমায় কষ্ট দিতে। চেয়েছিলাম,
তোমার স্বপ্ন হতে,স্বপ্ন হয়ে
বুকের মাঝে শক্তি হতে ।
কিন্তু বিশ্বাস করো..
বারবার চেষ্টা করেও পারিনি যে,
প্রতিবার ভাবি তোমার স্বপ্ন হব,
তোমার বুকের মাঝের স্বপ্ন হব
কিন্তু বার বার যে ব্যর্থ আমি!
কোনদিন কিছুই বলোনি তুমি,
কেন তুমি মুখ বুঝে রও
জানতে পারিনা আমি ?
মনে আছে বাবা,
যখন তুমি থাকতে অনেক দূরে
কথা হয়েছিল একদিন ফোনে ,
বলেছিলে মানুষের মতো মানুষ হতে,
আচ্ছা বাবা,
বার বার ব্যর্থ হলে কি ভালো মানুষ হওয়া যায়?
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮
সাহিনুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইয়া ।
২| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২
সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদাভাই ,নেটওয়ার্ক এর জন্য সব সময় আসতে পারি না,তাই দেরিতে মন্তব্যের উত্তরের জন্য আমি ক্ষমা চাইছি ।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ নার্গিস জি ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪০
এম ডি মুসা বলেছেন: বাবার প্রতিজ্ঞা সুন্দর হয়েছে কথামালার কবিতা
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৬
সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদাভাই
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো।