![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
#ওরা_আমাকে_মেরে_ফেলতে_চায়
ওরা আমাকে মেরে ফেলতে চায়
অন্ধকার থেকে আলোয় এনে
আলোর মাঝে অন্ধকার টেনে
ওরা আমাকে মেরে ফেলতে চায়।
প্রথম থেকেই শুরু করি,বলি কিছু ব্যক্তিগত কষ্ট
দোয়া করি,
আমার মতো যেন না হয় আর কোন মেয়ে নষ্ট ।
সৎ মা আর বাবার প্রচন্ড ঝগড়ায়
সেদিন সকালে ঘুম ভাঙ্গে আমার ,
আমার কাছে একটুও জানতে চাইনি সেদিন
আমি কি চায়,
আর আমাকে বসিয়ে খাবাবে না
সৎ মা
সটান মুখের উপর ছুড়ে দিলো তার রায় ,
সেদিন আমার থেকেও বেশি মনে হয়েছিল বাবাকে অসহায় ।
পরের দিন সকলেই হাজির হলো
সৎ মাযের দুরসম্পর্কের এক ভাই,
সে নাকি আমাকে বিদেশে নিয়ে যেতে চায়
সৎ মা আর বাবাকে সে কথা দিয়েছে
আমি নাকি করবো অনেক টাকা আয় ।
আর কোন কষ্ট থাকবে না
আর কোন দু:খ থাকবে না
থাকবে শুধু চারিপাশ জুড়ে সুখ আর সুখ ।
কিন্তু যেদিন আমি চলে এলাম
বিশ্বাস করো
সেদিন ছিল না খুশি আমার বাপ,
মা যাওয়ার পর দ্বিতীয়বার
দেখেছিলাম তার মুখে কষ্টের ছাপ।
সৎ মা
আমার বাবার বিশ্বাসকে করেছিল কান্না
বিদেশে আসতেই
প্রথম দিনেই সৎ মামা
আমার শরীরের উপর দিয়েছিল হানা,
আমি ভার্জিন এটা ছিল তার জানা
আমি অনেক করেছিলাম তাকে মানা,
কিন্তু কেউ আমার কথা শোনেনি
কেউ আমার চিৎকার শোনেনি
যৌনাঙ্গ ভিজে ছিল তাজা রক্তে
আমার গুমরে মরার প্রথম সেদিন
কেউ আমার কষ্ট বোঝেনি
কেউ আমার পাশে থাকেনি সেদিন।
তারপর আমার ঠাই হয়েছিল এক পতিতালয়
কত অভিজ্ঞতা কত কষ্ট
ওরা তিলে তিলে আমাকে করেছিল নষ্ট।
কোন কোন দিন নরখাদক গুলো ঝাপিয়েছে একসাথে
হাত দিয়ে চেপেছে আমার মুখ
হাবলে খেয়েছে আমার বুক,
যৌনাঙ্গ ভিজেছে বার বার রক্তে
অবিরাম চিৎকার অশ্রুধারায়
নরখাদক গুলো নিয়েছে শুধু সুখ ।
মাঝে মাঝে উন্মাদ জানোয়ার গুলো
জলন্ত সিগারেটে চামড়া পুড়িয়ে ছিল ,
ক্ষিপ্ত কুকুর গুলো ছিড়ে ছিড়ে খেয়েছিল
বার বার আমার প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ
শেষে টাকা ছুড়ে মেরেছিল নগ্ন অঙ্গে আমার
সেদিন থেকেই কেঁদে ছিলাম আর দেখেছিলাম
আমার যন্ত্রনায় সেকি অট্টহাসি তাদের ।
মাগো
আজ প্রচন্ড মনে পড়ে গো তোমায়
আজ তুমি বেঁচে থাকলে
এদিন দেখতে হতো নাগো আমায় ।
মাগো
তুমি কি পারো না নিয়ে যেতে আমায় ,
প্রতিদিন কষ্ট যন্ত্রনা আর সহ্য হয়না আমার
মাগো
তুমি কি জানো
সৎ মা আজ খুব ভালো আছে
শুনেছি পাঁকা ইটের বাড়ি তুলেছে
সৎ ভাইকে দামী স্কুলে দিয়েছে ।
কিন্তু বাবা হয়তো কাঁদে মাঝে মাঝে,
বিশ্বাস করো মাগো
আমি জানিনা উনি কেমন আছে ...
আমাকে যে কথা বলতে দেয় না ওরা
শুধু মেরে ফেলতে চায় বার বার তারা,
একবার অন্ধকার থেকে আলোয় এনে
আর একবার আলোর মাঝে অন্ধকার টেনে
ওরা আমাকে মেরে ফেলতে চায় বার বার।
ওরা আমাকে মেরে ফেলতে চায় বার বার ।
ছবি :Google
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৭
সাহিনুর বলেছেন: একটু বুঝিয়ে বললে আমার বুঝতে সুবিধা হতো দাদাভাই ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ! । শুভ কামনা রইলো
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় দাদাভাই
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, কোন দরকারী বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, আপনার কবিতার কারণে কিছুই পরিস্কার হয়নি; কবিতা কম লিখলে চলে না?
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪২
সাহিনুর বলেছেন: প্রিয় দাদাভাই আমি চেষ্টা করি যতটা পারি,আমি যে ব্যর্থ হয়েছি তার জন্য দু:খিত ,আর কবিতা আজকাল আর লিখি কোথায় ,। এখন তো খুব চিন্তার মধ্যে আছি । তবুও আপনার মূল্যবান পরামর্শ নেওয়ার চেষ্টা করবো সর্বদা ।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩২
এম ডি মুসা বলেছেন: দুঃখ জনক কথা কবিতা
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
সাহিনুর বলেছেন: হ্যা দাদাভাই , এমন অনেক মেয়ে এভাবে হারিয়ে যায় প্রতিদিন কিন্তু আমরা কেউ বুঝতেও পারিনা ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৩
সোহানী বলেছেন: আহ্ এমনি কষ্টের জীবন কত মেয়ের..............
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
সাহিনুর বলেছেন: হ্যা আমাদের অজান্তেই এমন অনেক জীবন শেষ হয়ে যাচ্ছে ।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: আহা রে--
বড় কষ্ট লাগলো, মনটা বিষন্ন হয়ে গেল কবিতাটা পড়ে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
সাহিনুর বলেছেন: আর তেমন এখানে আসা হয়ে উঠে না দাদাভাই তবুও যখন আসি তখন আপনাকে পেয়ে বেশ ভালোই লাগে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৩
রায়হানুল এফ রাজ বলেছেন: চায় আর চাই এর প্রয়োগ আলাদা।