![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
তুমি আর একবার উঠে দাঁড়াও
হাতে হাত তো রাখো,
ঠোঁটে ঠোঁট নাইবা রাখলে
চোখে চোখ তো রাখো।
তুমি যে এখনো ফুরিয়ে যাওনি
সব ভুলে আর একবার নতুন করে বাঁচো।
যৌনতার স্বাদ নাইবা পেলে
আর একবার ভালোবেসে তো দেখো।
নিজের মাঝে নিজেকে না মেরে
যে কটা দিন আছে নিজের মতো বাঁচো,
তোমার একাকীত্বে...
কেউ জিজ্ঞাসাও করেনি
তুমি কেমন আচ্ছো?
তাই এতোকিছু না ভেবে
আর একবার উঠে দাঁড়াও...
একাকীত্ব ছেড়ে ..
নিজের মতো করে রুখে দাঁড়াও।
সব ভুলে একাকীত্ব ছেড়ে
আর একবার বেঁচে তো দেখাও।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে মন পুলকিত হলো।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়