![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
ছেলেটার হাত ধরে আছে আর একটি ছেলে
মন্দ কি বল ? দেহ ছাড়া ভালোবাসা পেলে !
মেয়েটি চুম্বন করে আর একটি মেয়ের ঠোঁটে
এ সমাজ জানতে পারলে ফেলবে তাদের কেটে ।
কিন্তু সমাজ- দোষ কি তাদের ?
ভালোবাসা যদি সব কিছুর উর্দ্ধে হয়
সেটা তো তোমাদের সমাজেরই জয় ? নাকি
সমাজ জেতে জোর পূর্বক পুরুষ-নারীর সঙ্গমতায় ?
১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৭
সাহিনুর বলেছেন: আপনারা এমন কেন বলুন তো? জীবন এখন আর ধর্ম দিয়ে চলে না এটা আপনাদের এবার বুঝতে হবে । আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২২
নতুন বলেছেন: শফিউল আলম চৌধূরী বলেছেন: কে কি করল তাতে কার কি? কিন্তু সমাজ যদি মানসিক রোগীদের চিকিৎসা না করে বরং সেই মানসিক রোগ প্রচার-প্রসার করে বেড়ায়, তাহলেই বিপদ।
সমকামিতা কোন মানুষিক রোগ না। এদের দোষ দিয়ে লাভ নাই যদি দোষ কাউকে দিতে হয় তবে সেটা সৃস্টিকতার দোষ কারন তাদের কেন এমন ভাবে সৃস্টি করেছেন।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৮
সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । ঠিকই বলেছেন সব দোষ সৃষ্টিকর্তার ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: কে কি করল তাতে কার কি? কিন্তু সমাজ যদি মানসিক রোগীদের চিকিৎসা না করে বরং সেই মানসিক রোগ প্রচার-প্রসার করে বেড়ায়, তাহলেই বিপদ।