![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
কতই না খুজেছি তোমায় রাত জাগা তারা হয়ে। ভেবেছি তোমায় আত্মভোলা হয়ে,অন্ধকার ঘরে। রুপালী আলো গায়ে মেখেছি তোমাকে চমকে দেবো বলে। শীতল ঝিরিঝিরি শিহরিত করে বয়ে চলেছে দিক ভোলা সে বাতাস। সেই বাতাস টেনে বুক ভরেছি তোমাকে নতুন কোন গল্প শুনাবো বলে। কত অপেক্ষা,কত ভেবে নেয়া চরিত্রে তোমাকে খুঁজে পাওয়া। তুমি হারিয়ে যাওয়ার দুঃস্বপ্নের ভয়ে আধো জাগরিত হয়ে সময় পার করে দেয়া। কি এক অজানা আশা,কি এক না পাওয়া ভালইতো ছিলাম এগুলো নিয়ে আগে। আমার ক্যানভাসে তোমার আকাশ অস্বীকার করছো পলে পলে। সবকিছু তছনছ আজ আমাকে বিশ্বাস করোনি বলে। অনেক কথা জমিয়ে রেখেছিলাম তোমাকে বলবো বলে। সেরফ তোমাকে বলবো বলে.......।
©somewhere in net ltd.