![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
একলা আকাশের এক কোনে চাঁদ হেলে পরেছে। ঝারবাতির মত আকাশের তারাগুলো মিটিমিটি করে জ্বলেছে। নেই জোনাকির চিহ্ন এই নাগরিক কোলাহলে। কি এক নিদারুণ ব্যস্ততার মৌনতা। কখনো সাঁ সাঁ করে ছুটে চলেছে ঝাঁ চকচকে কোন গাড়ি। কি এক নিঃস্পৃহ ভঙ্গিতে। সেই একই রাস্তার পাশে ছেঁড়া কাঁথা মুরি দিয়ে ভাবছে কেউ। কালকে বেঁচে থাকার কৌশল। চাঁদের আলো লেপটে গেছে ছেঁড়া কাঁথায়। বেলকোনিতে রাখা রকিং চেয়ারে। চিন্তারা সব হাস ফাস করছে,এই বুঝি গেলো চলে। যার কিছু নেই তার আবার কিসের হারানোর ভয়!!!!
©somewhere in net ltd.